Jammu And Kashmir: কাশ্মীরে সেনা–জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২ জঙ্গি, IEDউদ্ধার পুঞ্চে

সোপিয়ানের অওনীরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরে ভোররাতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

কাশ্মীরে নিকেশ ২ জঙ্গি (Photo Credits: IANS)

জম্মু, ১১ জুন, ২০১৯: মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) সোপিয়ানে (Shopian)নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। এখনও পর্যন্ত দুই জঙ্গির (Terrorist)মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

সোপিয়ানের অওনীরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পরে ভোররাতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বুঝতে পেরেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি অভিযানে অংশ নেয় বলে জানা গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোপিয়ানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আরও পড়ুন, কাঠুয়া গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৩ জনের যাবজ্জীবন, বাকি ৩ দোষীর ৫ বছরের জেল

এদিকে পুঞ্চে, কৃষ্ণগাঁতি সেক্টরে আইইডি উদ্ধার করে সেনা। সেটি নিস্ক্রিয় করে বড় বিস্ফোরণের ছক বানচাল করা হয়েছে।