Kulgam Encounter: জম্মু ও কাশ্মীরের কুলগামে নিকেশ ২ জঙ্গি, রাজৌরিতে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) কুলগামের (Kulgam) আরা এলাকায় নিরাপত্তা বাহিনীর (Security Forces) এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি। আজ বিকেলে নিরাপত্তা বাহিনী-জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। নিকেশ জঙ্গিদের পরিচয় জানা যায়নি। জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান জখম হয়েছেন। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরের কুলগামের আরা এলাকায় তাল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের আস্তানার কাছে পৌঁছাতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।

উপত্য়কায় সেনা-জঙ্গি গুলির লড়াই ( File image | (Photo Credits: IANS)

শ্রীনগর, ৪ জুলাই: জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) কুলগামের (Kulgam) আরা এলাকায় নিরাপত্তা বাহিনীর (Security Forces) এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি। আজ বিকেলে নিরাপত্তা বাহিনী-জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। নিকেশ জঙ্গিদের পরিচয় জানা যায়নি। জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান জখম হয়েছেন। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরের কুলগামের আরা এলাকায় তাল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের আস্তানার কাছে পৌঁছাতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, এখনও অভিযান চলছে। কারণ এখনও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। তারা কোন জঙ্গি সংগঠনের তা জানা যায়নি। আরও পড়ুন: Bihar: ২৪ ঘণ্টায় বিহারের ৮ জেলায় বাজ পড়ে মৃত ২১

অন্যদিকে, শনিবার রাজৌরির একটি জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। দরদাসন এলাকার থানামুন্ডি গ্রামের এক আস্তানা থেকে ওইসব অস্ত্র উদ্ধার করে রাষ্ট্রীয় রাইফেলস ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।