জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৭ মার্চ:  ১৫ জন অমুসলিম ছাত্রকে তিনি ফেল (fail)করিয়েছেন। এ কথা লিখে টুইট করেছিলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের (Jamia Millia Islamia University) এক অধ্যাপক। এই টুইট ঘিরে শুরু হয় বিতর্ক। অবশেষে সেই অধ্যাপককে সাসপেন্ড করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। জামিয়া মিলিয়ার ওই অধ্যাপকের নাম আব্রার আহমেদ (Abrar Ahmad)। বুধবার তিনি একটি টুইট করেন। সেখানে লেখেন, “আমার সব ছাত্র-ছাত্রীরা পাস করেছে, খালি ১৫ জন অমুসলিম ছাড়া। তাদের আবারও পরীক্ষায় বসতে হবে। যদি তোমরা আন্দোলন কর, তাহলে আমার সমর্থনে ৫৫ জন ছাত্র-ছাত্রী আছে। যদি তোমাদের আন্দোলন শেষ না হয় তাহলে সংখ্যাগুরুরা তোমাদের শিক্ষা দেবে।”

এই টুইট সামনে আসার পরেই শুরু হয় জোর বিতর্ক। একজন অধ্যাপক হয়ে কী ভাবে তিনি এই কাজ করতে পারেন তা নিয়ে জোর চর্চা চলে। সমালোচনার মুখে পড়ে নিজের টুইটটি অবশ্য মুছে ফেলেন আব্রার। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে টুইটারে জানানো হয়, “আব্রার আহমেদ জামিয়ার অধ্যাপক। তিনি টুইটারে লিখেছেন যে ১৫ জন অমুসলিম পড়ুয়াকে ফেল করিয়েছেন। এই ধরনের কথা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শান্তি নষ্ট করতে পারে। তাই ওই অধ্যাপককে সাসপেন্ড করা হল। তাঁর বিরুদ্ধে তদন্ত হবে।" আরও পড়ুন: Coronavirus Death In India: কর্নাটকে মৃত ৬৫ বছরের বৃদ্ধ, দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮

নিজের সমর্থনে আব্রার বলেন, তাঁর কথার ভুল মানে করা হচ্ছে। তিনি বলেন, “এটা পুরোটাই একটা ব্যঙ্গ ছিল। কী ভাবে নাগরিকত্ব বিল নিয়ে সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে সেটাই একটু অন্যভাবে বোঝাতে চেয়েছিলাম আমি। সম্প্রতি এই ধরনের কোনও পরীক্ষাও হয়নি। আর শেষ সেমেস্টারে আমার সব ছাত্র-ছাত্রীই পাশ করেছে।”


আপনি এটাও পছন্দ করতে পারেন

Amit Shah: বিজেপিকে ভোট দিলে মমতা বন্দোপাধ্যায়ের গুন্ডাদের উল্টো ঝুলিয়ে দেওয়া হবে, হুশিয়ারি অমিত শাহের

Agnimitra Paul: অমিত মিত্র সিএএ আটকানোর কে? তৃণমূলের ইস্তেহার নিয়ে সমালোচনায় অগ্নিমিত্রা

CAA: 'সিএএ ভারতের আভ্যন্তরীন বিষয়, মার্কিন তথ্য ভুল, অযৌক্তিক', আমেরিকাকে পালটা জবাব ভারতের

CAA: সিএএ নিয়ে কেজরি, মমতা, স্ট্যালিন, বিজয়নদের প্রতিবাদ, ইন্ডিয়া জোটের বিরুদ্ধে পালটা বিক্ষোভে শরণার্থীরা, দেখুন ভিডিয়ো

CAA: আধার রয়েছে, যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা প্রত্যেকে ভারতের নাগরিক, মন্তব্য কুণালের

Amit Shah: ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Mamata Banerjee On CAA: 'বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না', স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

CAA: 'বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যালঘুরা ভারতে এলে কোথায় থাকবেন, আইন ভেঙে পড়বে', মন্তব্য কেজরির