Puri Jagannath Temple: সপ্তাহান্তের লকডাউন শেষ, শনিবারেও দর্শণার্থীদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির

সপ্তাহান্তের লকডাউন উঠছে ওড়িশায়৷ এবার থেকে শনিবারও দর্শণার্থীদের জন্য খোলা থাকবে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)৷

Shree Jagannath Temple (Photo Credits: Wikimedia Commons)

ভুবনেশ্বর, ৯ সেপ্টেম্বর: সপ্তাহান্তের লকডাউন উঠছে ওড়িশায়৷ এবার থেকে শনিবারও দর্শণার্থীদের জন্য খোলা থাকবে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)৷ এর আগে গত ১৬ আগস্ট দর্শণার্থীদের জন্য খুলেছিল পুরীর মন্দির৷ তবে তখন থেকেই সপ্তাহান্তে বন্ধও থাকছিল মন্দির৷   এবার সেই বিধিনিষেধও উঠে গেল৷ জগন্নাথ মন্দির প্রশাসনের তরফে দর্শণার্থীদের জন্য মন্দিরের দরজা খোলা সংক্রান্ত বিষয়ে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে গত বুধবার৷ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এই বিধিনিষেধ বলবৎ হবে৷ করোনার সংক্রমণ রুখতে প্রতি রবিবার বন্ধ থাকবে মন্দির৷ ওই দিন মন্দির চত্বর স্যানিটাইজ করা হবে৷ মন্দিরে দর্শনের সময়সীমা আরও ২ ঘণ্টা বাড়ানো হয়েছে৷

যেদিন মন্দির খোলা থাকবে সেদিন দর্শণার্থীরা সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন৷ বড় কোনও ধর্মীয় উৎসব থাকলে মন্দির বন্ধ রাখা হবে৷ কারণ এসব দিনেই জনসমাগম বেশি হয়৷ আর জনবহুল এলাকায় সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা এড়াতেই এহে সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ৷ করোনা সংক্রান্ত আর যা যা বিধিনিয়ম আগে থেকে রয়েছে, তার প্রত্যেকটিই এক্ষেত্রেও অনুসরণযোগ্য৷ প্রত্যেক দর্শণার্থীকে হয় কোভিড টিকা নেওয়ার শংসাপত্র দেখাতে হবে৷ নাহলে ৯৬ ঘণ্টা আগের কোভিড নেগেটিভ আরটি পিসিআর রিপোর্ট দেখাতে হবে৷ আরও পড়ুন-Bhabanipur Vidhan Sabha Constituency: ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস

মন্দির চত্বরে প্রত্যেক দর্শণার্থীকে সবসময় মাস্ক পরে থাকতে হবে৷ মন্দিরে প্রবেশের আগে তাঁরা তাঁদের হাত অবশ্যই স্যানিটাইজ করবেন৷ মন্দিরের ভিতরেও একে অন্যের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে৷