Rahul Gandhi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে প্রস্তুত, অবসরপ্রাপ্ত বিচারপতিদের ডাকে সাড়া দিয়ে জানালেন রাহুল গান্ধী

মোদীর সঙ্গে দ্বৈরথে নয়া মাত্রা এনে রাগা অবসরপ্রাপ্ত বিচারপতিদের চিঠি লিখে জানালেন, সাধারণ মানুষ নেতাদের থেকে সরাসরি কথা শুনে চায়, সরাসরি জানতে চায় কোন ইস্যুতে কে কী ভাবছে। তাই নিয়ে পাবলিক ডিবেটে যোগ দিতে তৈরি আছেন।

Narendra Modi, Rahul Gandhi (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ১১ মে: আর দূর থেকে চ্যালেঞ্জ ছোড়া নন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে মুখোমুখি বিতর্কের জন্য তিনি তৈরি বলে জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদীর সঙ্গে দ্বৈরথে নয়া মাত্রা এনে রাগা অবসরপ্রাপ্ত বিচারপতিদের চিঠি লিখে জানালেন, সাধারণ মানুষ নেতাদের থেকে সরাসরি কথা শুনে চায়, সরাসরি জানতে চায় কোন ইস্যুতে কে কী ভাবছে। তাই নিয়ে পাবলিক ডিবেটে যোগ দিতে তৈরি আছেন। শুধু তাঁকে জানাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পাবলিক ডিবেটে আসছেন কি না, আর এলে ডিবেটের বিষয়বস্তু ও ফর্ম্যাট কমেন হবে।

অবসরপ্রাপ্ত দুই বিচারপতি এবং বিশিষ্টজনেরা রাহুল গান্ধীকে প্রকাশ্য বিতর্কসভায় (Public Debate) অংশ নিতে অনুরোধ জানিয়ে ছিলেন। তাঁদের অনুরোধে সাড়া দিয়ে রাহুল চিঠিতে লিখলেন, " লোকসভা নির্বাচন ২০২৪-এর বিষয়ে আলোচনা করতে পাবলিক ডিবেটে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। আমি এই বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র সঙ্গে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে এই ধরনের বিতর্ক সাধারণ মানুষদের বুঝতে সাহায্য করবে আমরা দেশকে নিয়ে ঠিক কী ভাবছি। এতে ভোটার-রা সবটা জেনে ভোট দিতে পারবেন। কোনও রকম প্রমাণ ছাড়াই অভিযোগ আনা হলে তা বিতর্ক সভাতেই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এই নির্বাচনে সব বড় রাজনৈতিক দলই প্রতিদ্বন্দ্বিতা করছে তাই সাধারণ মানুষ নেতাদের থেকে সরাসরি শুনতে চায়। আর তাই আমি বা আমাদের দলের সভাপতি মল্লিকার্জন খাড়গে-এই ধরনের বিতর্কে অংশ নিতে প্রস্তুত।" আরও পড়ুন-

তৃতীয় দফার শেষেই দুশো আসনে জিতে গিয়েছে এনডিএ, দক্ষিণ ভারতে এক নম্বর দল হবে বিজেপি, দাবি অমিত শাহ-র

দেখুন রাহুল গান্ধীর চিঠি

এর চিঠির শেষে রাহুল লেখেন, "দয়া করে জানাবেন, প্রধানমন্ত্রী বিতর্কে অংশ নিতে রাজি আছেন কি না, এবং সেটা থাকলে বিতর্কের বিষয় ও ফর্ম্যাট কী ধরনের হবে। এমন ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। আমি এই ধরনের ফলপ্রসু ও ঐতিহাসিক বিতর্কের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।"