Chandrayaan-3 In Lunar Orbit: বাড়ছে সফল হওয়ার আশা! চাঁদের কক্ষপথে ঢুকল চন্দ্রযান-৩
পাঁচ তারিখ চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে চন্দ্রযান-তিন (Chandrayaan-3)।
নয়াদিল্লি: যতদিন দিন যাচ্ছে ততই বাড়ছে আশা। গতবারের ভুল ত্রুটি সংশোধন করে নতুন তৈরি এবারের চন্দ্রযান তিন নিজের লক্ষ্যস্থলে পৌছতে পারবে বলে মনে করেছন ভারতবাসী। এই পরিস্থিতিতে আরও খুশির খবর শোনাল ইসরো (ISRO)। তাদের টুইট সূত্রে জানা গেল, সমীক্ষা মতোই পাঁচ তারিখ চাঁদের কক্ষপথে (Lunar Orbit) পৌঁছে গেছে চন্দ্রযান-তিন (Chandrayaan-3)। পার করে ফেলেছে যাত্রপত্রের দুই-তৃতীয়াংশ। মিশন অপারেশন কমপ্লেক্স (Mission Operations Complex) (MOX), বেঙ্গালুরু (Bengaluru), STRAC, থেকে পেরিলুনে একটি রেট্রো-বার্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। দূরত্ব আর কমবে ৬ তারিখ রাত ১১টার সময়। আরও পড়ুন :