ISKCON Digital Jagannath Yatra 2020: বিশ্বে প্রথম ছয় মহাদেশে ডিজিটাল রথযাত্রার আয়োজন করছে ইসকন; কখন, কীভাবে দেখবেন? জানুন বিস্তারিত

বিশ্বে প্রথম ডিজিটাল রথযাত্রার আয়োজন করছে ইসকন। মোট ছ'টি মহাদেশে এই রথযাত্রা দেখানো হবে। পুরীর রথযাত্রায় শর্তসাপেক্ষে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতে রথযাত্রায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না ভক্তদের। তাই মায়াপুর সিদ্ধান্ত নেয় ডিজিটাল রথযাত্রার। মায়াপুরে ইসকনের সদর দফতরের কমিউনিকেশন অফিসার সুব্রত দাস বলেন, ‘এটা বিশ্বের প্রথম ডিজিটাল রথযাত্রা। যা ২৩ এবং ২৪ জুন ছ'টি মহাদেশে দেখানো হবে। এটির নাম হবে মার্সি ইন উইলস। ১০৮ টি রথ থাকবে।’

জগন্নাথ রথযাত্রা (Photo Credits: PTI)

কলকাতা, ২২ জুন: বিশ্বে প্রথম ডিজিটাল রথযাত্রার আয়োজন করছে ইসকন। মোট ছ'টি মহাদেশে এই রথযাত্রা দেখানো হবে। পুরীর রথযাত্রায় শর্তসাপেক্ষে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতে রথযাত্রায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না ভক্তদের। তাই মায়াপুর সিদ্ধান্ত নেয় ডিজিটাল রথযাত্রার। মায়াপুরে ইসকনের সদর দফতরের কমিউনিকেশন অফিসার সুব্রত দাস বলেন, ‘এটা বিশ্বের প্রথম ডিজিটাল রথযাত্রা। যা ২৩ এবং ২৪ জুন ছ'টি মহাদেশে দেখানো হবে। এটির নাম হবে মার্সি ইন উইলস। ১০৮ টি রথ থাকবে।’ সকাল ৮ টা থেকে শুরু হবে রথযাত্রার অনুষ্ঠান। ২৪ ঘণ্টাই অনুষ্ঠিত হবে।

ইসকনের মুখপাত্র বলেন, ‘আগামী ২৩ জুন মায়াপুরে উৎসব শুরু হবে এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখা যাবে। সকাল ১০ টা নাগাদ ১০৮ দিকে রথ বেরোবে। যে ভক্তদের কাছে কোড আছে, তাঁরা নির্দিষ্ট সময় অনুযায়ী আরতি এবং ভোগ দিতে পারেন। এরপর রথ পরবর্তী যজমানের কাছে যাবে। পরদিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত এরকম চলবে।’ ইসকন কর্তৃপক্ষের আশা, মোটামুটি ৩০,০০০ হাজার পরিবার এই ডিজিটাল রথযাত্রায় অংশ নেবেন। আরও পড়ুন, শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় সম্মতি সুপ্রিম কোর্টের

১৯৬৭ সালে সান ফ্রান্সিসকোতে ইসকনের রথযাত্রার সূচনা করেছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ। তারপর থেকে প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রথযাত্রা পালন করা হয়। করোনা সংকটের কারণে এবার সেই বিশ্বাস অটুট রেখে রথযাত্রার পরিকল্পনা করেছে ইসকন। এই রথযাত্রা লাইভ দেখার জন্য iskconkolkata.com-এ যেতে হবে। সেখান থেকে এই লিঙ্কটিতে ক্লিক করুন। mercyonwheel.com ওয়েবসাইটটি থেকে সরাসরি রথযাত্রা দেখতে পারেন।