International Flights to Remain Suspended: ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ
৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক বিমান (International Flights) চলাচল বন্ধ রাখা হচ্ছে। ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের ((DGCA) পক্ষ থেকে আজ এই কথা জানানো হয়েছে। তবে ডিজিসিএ অনুমোদন প্রাপ্ত কার্গো বা অন্যান্য বিমানের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। এর আগে গত মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, মধ্য জুলাই থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে। তবে সবটাই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। এরপর গত শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় জারি থাকবে নিষেধাজ্ঞা।
নতুন দিল্লি, ৩ জুলাই: ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক বিমান (International Flights) চলাচল বন্ধ রাখা হচ্ছে। ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের ((DGCA) পক্ষ থেকে আজ এই কথা জানানো হয়েছে। তবে ডিজিসিএ অনুমোদন প্রাপ্ত কার্গো বা অন্যান্য বিমানের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। এর আগে গত মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, মধ্য জুলাই থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে। তবে সবটাই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। এরপর গত শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় জারি থাকবে নিষেধাজ্ঞা।
ভারতে একদিনে করোনা (COVID19) ভাইরাসে মৃতের সংখ্যা ৩৭৯ ও আক্রান্তের সংখ্যা ২০,৯০৩। ২০ হাজারের মাত্রা ছাড়িয়ে মোট করোনাক্রান্তের সংখ্যা ৬.২ লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের মতানুযায়ী, মোট করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ২৫ হাজার ৫৪৪, যার মধ্যে সক্রিয় ২,২৭,৪৩৯। সুস্থতার সংখ্যা ৩,৭৯,৮৯২।মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮,২১৩। আরও পড়ুন : Coronavirus Update: দেশজুড়ে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার, মৃত্যু ৩৭৯ জনের
করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা ধাক্কা দেওয়ার মত। সেখানে আক্রান্তের সংখ্যা মোট ১,৮৬,৬২৬। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,১৭৮। এরপরই রয়েছে তামিলনাড়ু, সেখানে আক্রান্তের সংখ্যা ৯৮,৩৯২। রাজধানী দিল্লিতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত সংখ্যাটা ৯২,১৭৫-য় গিয়ে দাঁড়িয়েছে।