Instagram User Puts Up 'Rates' Of Women Tourists In Jaipur: জয়পুরে মহিলা পর্যটকদের দাম ঠিক করছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী! পুলিশি পদক্ষেপের দাবি ক্ষুব্ধ নেটিজেনদের
@guru__brand0000 ইনস্টাগ্রাম ইউজারনেম ব্যবহার করা ওই ব্যক্তি পর্যটকদের হয়রানি করে বেশ কয়েকটি রিল পোস্ট করেছেন, যার মধ্যে কয়েকটি মহিলা পর্যটকদের প্রতি অত্যন্ত আপত্তিকর
একটি খুবই লজ্জাজনক ঘটনায়, এক যুবককে জয়পুরে ইনস্টাগ্রাম রিলের জন্য মহিলা পর্যটকদের হয়রানি করতে এবং তাদের 'রেট' ঠিক করতে দেখা গেছে। @guru__brand0000 ইনস্টাগ্রাম ইউজারনেম ব্যবহার করা ওই ব্যক্তি পর্যটকদের হয়রানি করে বেশ কয়েকটি রিল পোস্ট করেছেন, যার মধ্যে কয়েকটি মহিলা পর্যটকদের প্রতি অত্যন্ত আপত্তিকর। এই অসম্ভব ঘটনার ভিডিওগুলি শেয়ার করে একজন এক্স ব্যবহারকারী বিষয়টি তুলে ধরেছেন। পোস্ট করে তিনি লিখেছেন, 'এই জাতীয় ছেলেদের কারণেই আন্তর্জাতিক পর্যটকদের ভারতে খারাপ অভিজ্ঞতা রয়েছে। জয়পুর পুলিশের উচিত পর্যটকদের হয়রানি করার জন্য এই লোকটিকে গ্রেপ্তার করা এবং তাকে মৌলিক নাগরিক জ্ঞান এবং অতিথি দেবো ভবের অর্থ শেখানো।' ভিডিওতে দেখা যাচ্ছে, গুরু নামে ওই যুবক চার জন মহিলা পর্যটকের কাছে গিয়ে নির্লজ্জের মতো 'রেট' ঠিক করেছেন। Viral Video: জীবন বাজি রেখে রিলস বানাতে চলন্ত বাসের তলায় কিশোর, ভাইরাল ভিডিয়ো
দেখুন ভিডিও
ভিডিওতে সেই যুবক বলে, 'বন্ধুরা, ১৫০ টাকায় আপনারা এই মেয়েদের পাবেন।' প্রত্যেক মহিলাকে দেখিয়ে তিনি বলতে থাকেন, একে ১৫০ টাকায় পাওয়া যায়, তাঁকে ২০০ টাকায় পাওয়া যায়, আপনি ওকে ৫০০ টাকায় পেতে পারেন আর এটা ৩০০ টাকায়। ভিডিও থেকে এটা স্পষ্ট যে গুরু কী বলছেন তা মহিলারা জানেন না এবং তারা গুরুর ক্যামেরার দিকে হাত নাড়তে থাকেন। এমনই আরেকটি ভিডিওতে দেখা যায়, গুরু এক পর্যটক দম্পতিকে ওই পুরুষ ও মহিলার সঙ্গে ভিডিও করে হেনস্থা করছেন। তাঁর প্রোফাইলে এক ঝলক দেখলেই বোঝা যায় যে গুরু বেশ কিছুদিন ধরে রিলের জন্য জয়পুরে পর্যটকদের হয়রানি করছেন।