Devendra Fadnavis: দেবেন্দ্র ফড়নবিসের কনভয়ে কালি ছেটালেন মহিলা, আহমেদনগরের এই ঘটনায় যোগ স্বভিমানী শ্বেতকারী সাঘটনের
মহারাষ্ট্রের (Maharastra) মুখ্যমন্ত্রী (chief Minister) দেবেন্দ্র ফড়নবিসের (Devendra Fadnavis) কনভয়ে (Convoy) প্রকাশ্যে কালি ছিটিয়ে দিলেন এক মহিলা (Woman)। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজ্যের আহমেদনগরে (Ahmednagar)। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে।
মুম্বই, ১৪ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের (Maharastra) মুখ্যমন্ত্রী (chief Minister) দেবেন্দ্র ফড়নবিসের (Devendra Fadnavis) কনভয়ে (Convoy) প্রকাশ্যে কালি ছিটিয়ে দিলেন এক মহিলা (Woman)। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজ্যের আহমেদনগরে (Ahmednagar)। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উপর এহেন হামলাকারী ওই মহিলা মহারাষ্ট্রের একটি কৃষক সংগঠনের (Farmer association) কর্মী বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা (security Personnel) জানিয়েছেন, ওই মহিলা স্বভিমানী শ্বেতকারী সাঘটনের (Swabhimani Shetkari Sangathan) সদস্য। রাজু শেটটির (Raju Shetti) সংগঠন এসএসএস-এর(SSS) কর্মী ওই মহিলার নাম শর্মিলা ইয়োলে (Sharmila Yeole) বলে জানা গিয়েছে।
এদিন নিজের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) (Bharatiya Janata Party) ক্যাডারদের (Cadare) সঙ্গে বৈঠক সেরে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে (State Function) যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই যাত্রাপথেই এমন হামলা হয় মুখ্যমন্ত্রীর উপর। তবে এমন কর্মকাণ্ডের জন্য ওই মহিলার শাস্তি বিধান হবে কী না সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি প্রশাসনের তরফে। তাঁর এহেন কার্যকলাপের কারণ হিসেবে জানা গিয়েছে, ওই মহিলা ফড়নবিস সরকারের নির্ধারিত কৃষক নীতির বিরুদ্ধে তাঁর মত নথিভুক্ত করতে চেয়েছিলেন। আরও পড়ুন- মহারাষ্ট্রের বন্যাত্রানে ৫১ লক্ষ টাকা দান অমিতাভ বচ্চনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের
তবে জানা গিয়েছে, এই ঘটনায় বিন্দুমাত্র বিচলিত হননি মুখ্যমন্ত্রী ফড়নবিস। পূর্ব পরিকল্পনা মতই নিজের কর্মসূচি বহাল রাখেন তিনি। আহমেদনগরের সফর শেষে শিবাজি মহারাজের (Shivaji maharaj) মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)