Cold Moon 2020: বছর শেষের পূর্ণিমা, ‘কোল্ড মুন’ দেখতে চোখ রাখুন পূব আকাশে; কবে এবং কখন?
সুন্দর স্মৃতিতে ভরপুর বছর হিসেবে ২০২০-কে আমরা কেউ মনে রাখব না। তবে মহাজাগতিক ঘটনায় সেরা বছর হিসেবে থেকে যাবে ২০২০। আকাশ যাদের ধ্যানজ্ঞান তাঁরা এবছরে বহু স্মরণীয় ঘটনার সাক্ষী থেকেছেন। এবং বছরের একেবারে শেষ লগ্নের মহাজাগতিক ঘটনা একেবারে সমাগত। হ্যাঁ চলতি বছরের শেষ পূর্ণিমা দেখার জন্য আপনারা তৈরি তো? আগামী কাল রাতে কমলা রঙের চাঁদ উঠবে আকাশে। বছর শেষের পূর্ণিমায় ঝলমল করবে চরাচর। এই কমলা রঙের নেপথ্যে রয়েছে মহাজাগতিক ঘটনাক্রম। সূর্যরশ্মী তরঙ্গ দৈর্ঘ্যে মিশে যাওয়ার জন্যই চাঁদের এই রং পরিবর্তন।
সুন্দর স্মৃতিতে ভরপুর বছর হিসেবে ২০২০-কে আমরা কেউ মনে রাখব না। তবে মহাজাগতিক ঘটনায় সেরা বছর হিসেবে থেকে যাবে ২০২০। আকাশ যাদের ধ্যানজ্ঞান তাঁরা এবছরে বহু স্মরণীয় ঘটনার সাক্ষী থেকেছেন। এবং বছরের একেবারে শেষ লগ্নের মহাজাগতিক ঘটনা একেবারে সমাগত। হ্যাঁ চলতি বছরের শেষ পূর্ণিমা দেখার জন্য আপনারা তৈরি তো? আগামী কাল রাতে কমলা রঙের চাঁদ উঠবে আকাশে। বছর শেষের পূর্ণিমায় ঝলমল করবে চরাচর। এই কমলা রঙের নেপথ্যে রয়েছে মহাজাগতিক ঘটনাক্রম। সূর্যরশ্মী তরঙ্গ দৈর্ঘ্যে মিশে যাওয়ার জন্যই চাঁদের এই রং পরিবর্তন। তবে কমলা রঙের চাঁদ পরের দিকে ফ্যাকাশে হলুদ ও আরও পরে সাদা রঙে বদলে যাবে।
উল্লেখ্য, মার্কিন মুলুকে বছরের শেষে এই পূর্ণিমাকে ‘লং নাইটস মুন’ বলা হয়। আবার নতুন বছরে প্রথম পূর্ণিমা বা নাম 'উলফ মুন' দেখা যাবে ২৮ জানুয়ারি। ফিরে আসি ‘কোল্ড মুনে’। এবারের ‘কোল্ড মুন’ (Cold Moon 2020) চলতি বছরের ১৩-তম পূর্ণিমা। মঙ্গল ও বুধবার রাতে দেখা যাবে এই পূর্ণিমা। উত্তর আমেরিকায় পূর্ণিমা দেখা যাবে ২৯ তারিখ রাতে। এই কোল্ড মুন দর্শন করতে হলে ভারতীয়দের আরও একটি দিন অপেক্ষা করতে হবে। ৩০ জানুয়ারি গোধূলি লগ্নে দেখুন ‘কোল্ড মুন’। পশ্চিম যখন সূর্য অস্ত যাবে, তখনই পূর্ব আকাশ আলো করে উঠবে পূর্ণিমার চাঁদ। প্রায় ১৫-২০ মিনিটে এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ মিলবে। ইংল্যান্ডে এই ‘কোল্ড মুন’কে বলা হয়, 'Moon After Yule'। আরও পড়ুন-Mutant COVID-19 Virus In India: ইংল্যান্ড ফেরত ৬ ভারতীয়র শরীরে মিলল নতুন প্রজাতির করোনা, বছর শেষে চাঞ্চল্য
এখন উত্তর গোলার্ধে চলছে শীতকাল। তাই ডিসেম্বরের এই পূর্ণ চন্দ্রের নাম দেওয়া হয়েছে ‘কোল্ড মুন’। দিন কয়েক আগেই সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনি সব চেয়ে কাছে এসেছিল। সেই বিরল মহাজাগতিক দৃশ্যের প্রত্যক্ষদর্শী হয়েছিল পৃথিবীর মানুষ। এ বার ২৯-৩০ ডিসেম্বর রাতে দেখা যাবে কোল্ড মুন অফ ২০২০