Influencer Gets Police Protection: স্বর্ণ মন্দিরে যোগব্যায়াম করে জুটছে প্রাণনাশের হুমকি, পঞ্জাবের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে বসল পুলিশি নিরাপত্তা
শিখ ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগে তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ বার এই ঘটনার জেরে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে অর্চনা মাকওয়ানা নামে ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে।
নয়াদিল্লিঃ আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day 2024) পঞ্জাবের (Punjab) অমৃতসরের (Amritsar) বিখ্যাত স্বর্ণমন্দিরে (Golden Temple) শীর্ষাসন করায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের (Social Media Influencer) বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ক্ষুব্ধ গুরুদ্বার কমিটি তথা শিরোমণি গুরুদ্বার পরবান্ধক কমিটি। শিখ ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগে তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ বার এই ঘটনার জেরে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে অর্চনা মাকওয়ানা নামে ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে। তিনি পেশায় ফ্যাশন ডিজাইওনারও। ক্ষমা চেয়েও কোনও সুরাহা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলিং-এর শিকার হচ্ছেন তিনি। সেই সঙ্গেই দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। স্বাভাবিকভাবেই এতে ভীত ওই তরুণী। তাই এ বার তাঁকে পুলিশি নিরাপত্তা দিল পঞ্জাব পুলিশ। ভাদোদরার পুলিশের এক আধিকারিক বলেছেন, "অর্চনা মাকওয়ানাকে রবিবার থেকে এক সপ্তাহের জন্য স্থানীয় স্তরের পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে তা বাড়ানো হতে পারে।"
এই খবরটিও পড়ুনঃ সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অরবিন্দ কেজরিওয়াল, জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিল শীর্ষ আদালত