India's GDP: চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি ১৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে

এক বছর আগের তুলনায় চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন প্রান্তিকে (April-June Quarter) ভারতের অর্থনীতি (India's Economy) ১৩.৫ শতাংশ বৃদ্ধি (GDP) পেয়েছে। এটি এক বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বার্ষিক বৃদ্ধি। ৩০ জুন পর্যন্ত তিন মাসে মোট জিডিপি এক বছরের আগের তুলনায় ১৩.৫ শতাংশ বেশি, যা জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ৪.১ শতাংশ ছিল।

ফাইল ফোটো (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ৩১ অগাস্ট: এক বছর আগের তুলনায় চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন প্রান্তিকে (April-June Quarter) ভারতের অর্থনীতি (India's Economy) ১৩.৫ শতাংশ বৃদ্ধি (GDP) পেয়েছে। এটি এক বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বার্ষিক বৃদ্ধি। ৩০ জুন পর্যন্ত তিন মাসে মোট জিডিপি এক বছরের আগের তুলনায় ১৩.৫ শতাংশ বেশি, যা জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ৪.১ শতাংশ ছিল।

২০২১ সালের এপ্রিল-জুন মাসে শেষবার জিডিপি উচ্চ হারে বৃদ্ধি হয়েছিল। সেই সময় জিডিপি ২০.১ শতাংশ হারে বৃদ্ধি দেখেছিল। কিন্তু উচ্চ সুদের হার ও তার জেরে অর্থনৈতিক আঘাতের কারণে এই ত্রৈমাসিকে এবং পরবর্তী ২ মাসে বৃদ্ধির গতিটি তীব্রভাবে কম হবে বলে মনে করা হচ্ছে। খুচরো মুদ্রাস্ফিতীতে লাগাম টানতে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া সুদের হার বাড়াতে বাধ্য হয়েছিল। আরও পড়ুন: Madhya Pradesh Shocker: এল না সরকারি অ্যাম্বুল্যান্স, ঠেলাগাড়িতে চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন স্বামী

এই মাসে ৫০ বেসিস পয়েন্ট-সহ আরবিআই মে মাস থেকে তার বেঞ্চমার্ক রেপো রেট ১৪০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও তার বিশ্বব্যাপী প্রভাব সরবরাহ চেনে ধাক্কা মারে। কয়েকটি দেশে খাদ্য সঙ্কট শুরু হয়। যার কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফিতী লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। ভারতেও তার প্রভাব পড়েছে।