COVID-19 Cases In India: রবিবার নতুন করে আক্রান্ত ৪ হাজার ২১৩ জন, দেশে মোট কোভিড-১৯ পজিটিভ রোগী ৬৭ হাজার ১৫২
রবিবার দিনভর নতুন করোনা আক্রান্তের সংখ্যায় (India's COVID-19 tally) রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা পজিটিভ ৬৭ হাজার ১৫২। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনায় মোট মৃত ২ হাজার ২০৬। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৪৪ হাজার ২৯ জন। ২০ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দিনে করুণ থেকে করুণতর হচ্ছে মহারাষ্ট্রের অবস্থা। রবিবার দিনভর সেখানে ৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ২২ হাজার ১৭১ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮৩২।
নতুন দিল্লি, ১১ মে: রবিবার দিনভর নতুন করোনা আক্রান্তের সংখ্যায় (India's COVID-19 tally) রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা পজিটিভ ৬৭ হাজার ১৫২। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনায় মোট মৃত ২ হাজার ২০৬। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৪৪ হাজার ২৯ জন। ২০ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দিনে করুণ থেকে করুণতর হচ্ছে মহারাষ্ট্রের অবস্থা। রবিবার দিনভর সেখানে ৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ২২ হাজার ১৭১ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮৩২।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ২৭৮ জন। মুম্বইতেই মোট আক্রান্ত ১৩ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করোনা রোগী ৮৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মুম্বইতে করোনায় মৃতের সংখ্যা ৫০৮। ধারাভি মুম্বইয়ের অন্যতম করোনা হটস্পট হিসেবে ধারাবাহিকতা বজায় রেখেছে। সেখানে নতুন ২৬ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। সবমিলিয়ে ধারাভিতে মোট কোভিড-১৯ পজিটিভি ৮৫৯ জন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৯। আরও পড়ুন-Weather Update: শিয়রে জোড়া ঘূর্ণাবর্ত, বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। রবিবার পর্যন্ত সে রাজ্যে কোভিড-১৯ পজিটিভি ৮ হাজার ১৯৫ জন। গতকাল সারা দিনে সেখানে ৪০০ জনের শরীরে নতুন করে ভাইরাস মিলেছে। মৃতের সংখ্যা ৪৯৩। ৫০০ প্রায় ছুঁয়ে ফেলল বলে। দিল্লিতে রবিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৬ হাজার ৯২৩। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজ্যের ৭৫ শতাংশ করোনা রোগীর কোনও উপসর্গ নেই, বা মৃদু উপসর্গ রয়েছে। তাঁরা বাড়িতে সুস্থ হচ্ছেন। তিনি বলেন, নতুন গাইড লাইন অনুসারে, যাঁদের শরীরে করোনার উপসর্গ নেই, বা মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের হসপিটালে থাকার প্রয়োজন নেই।