Indian Woman in UAE : মেরে চোখ মুখ ফাটিয়ে দিয়েছে স্বামী, টুইটারে বিদেশ মন্ত্রকের কাছে দেশে ফেরানোর আর্তি শারজাবাসী গৃহবধূর

বধূ নির্যাতনের অভিযোগ এবার টুইটারে। ইউনাইটেড আরব এমিরেটসে (UAE) থাকেন আক্রান্ত গৃহবধূ জেসমিন সুলতানা (Jasmine Sultana)। দিনের পর দিন স্বামীর অত্যাচার চলতে চলতে সহ্যের সীমা অতিক্রম করেছে। মেরে হাত পা ফুলিয়েই ক্ষান্ত হয়নি, চোখ ফাটিয়ে দিয়েছে স্বামী। চোখের কোন থেকে গড়িয়ে পড়ছে রক্ত। দুটি চোখ ফুলে ঢোল। লাল হয়ে গিয়েছে রেটিনা, আতঙ্কিত অত্যাচারিত গৃহবধূ কোনওভাবেই এসব খবর বেঙ্গালুরু বাপের বাড়িতে পাঠাতে পারছেন না। শেষপর্যন্ত টুইটারকেই হাতিয়ার করলেন তিনি।

আক্রান্ত জেসমিন সুলতানা (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ১৩ নভেম্বর: বধূ নির্যাতনের অভিযোগ এবার টুইটারে। ইউনাইটেড আরব এমিরেটসে (UAE) থাকেন আক্রান্ত গৃহবধূ জেসমিন সুলতানা (Jasmine Sultana)। দিনের পর দিন স্বামীর অত্যাচার চলতে চলতে সহ্যের সীমা অতিক্রম করেছে। মেরে হাত পা ফুলিয়েই ক্ষান্ত হয়নি, চোখ ফাটিয়ে দিয়েছে স্বামী। চোখের কোন থেকে গড়িয়ে পড়ছে রক্ত। দুটি চোখ ফুলে ঢোল। লাল হয়ে গিয়েছে রেটিনা, আতঙ্কিত অত্যাচারিত গৃহবধূ কোনওভাবেই এসব খবর বেঙ্গালুরু বাপের বাড়িতে পাঠাতে পারছেন না। শেষপর্যন্ত টুইটারকেই হাতিয়ার করলেন তিনি। আমাকে বাঁচান, সন্তানদের বাঁচান অনুরোধ করে ভিডিও পোস্ট করলেন। তবে বিদেশে মন্ত্রককে (External Affairs) তিনি সেই ভিডিও ট্যাগ করেননি। দিল্লি পুলিশ ও ভারতীয় দূতাবাসকে নিজের অবস্থার খবর জানিয়ে সাহায্যের প্রত্যাশা করেছেন।

ভিডিওটি পোস্ট হতেই নেটিজেনরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন মহিলার দিকে। সবাই জেসমিনের ভিডিওটি শেয়ার করছেন। এমনকী তা বিদেশ মন্ত্রকেও পাঠিয়ে দেওয়া হয়েছে। শারজা তে স্বামী ও দুই পুত্রকে নিয়ে জেসমিনের সংসার। তাঁর পাঁচ বছরের ও ১৭ মাসের দুটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর অত্যাচার থেকে বাঁচতে দেশে ফিরতে চান তিনি। বাবা-মায়ের কাছে চলে আসতে চান। তাই সাহায্যের আকুতি জানিয়েছেন। ইতিমধ্যেই সেই ভিডিও ১০ হাজার বার শেয়ার হয়ে গিয়েছে। আরও পড়ুন-Prince Charles: রাজধানীর মৌসম ভবন পরিদর্শনে ব্রিটেনের যুবরাজ, ই-রিকশা চড়েই ফিরে গেলেন চার্লস

এদিকে নিগৃহীত মহিলার দুর্দশাতে বেজায় চটেছে নেটিজেনরা তাঁদের সহয়োগিতায় ভিডিওটি শেয়ার হয়েই চলেছে নেটিজেনদের তরফেও বিদেশ মন্ত্রকের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে। সবাই চাইছেন জেসমিন সুলতানাকে অত্যাচারী স্বামীর হাত থেকে উদ্ধার করে ভারতে ফেরাক বিদেশমন্ত্রক। দূতাবাসের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক যাতে ভিডিওটি দেখতে পান তারও বন্দোবস্ত করা হয়েছে।