Indian Railways: সাড়ে তিন বছরে ভারতীয় রেলে ১০০ শতাংশ বৈদ্যুতীকরণ হয়ে যাবে, জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল
আগামী সাড়ে তিন বছরে ভারতীয় রেলে (Indian Railways) ১০০ শতাংশ বৈদ্যুতীকরণ (Electrification) হয়ে যাবে। আজ একথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Union Minister Piyush Goyal)। অর্থাৎ ১০০ শতাংশ বিদ্যুতে চলবে ভারতীয় রেল। বৃহস্পতিবার CII-র ভার্চুয়াল সামিটে যোগ দেন রেলমন্ত্রী। সেখানে তিনি বলেন, "আগামী ৯-১০ বছরে ১০০ শতাংশ 'নেট জিরো' অপারেটরে চলে যাবে ভারতীয় রেল। ২০৩০ সালের মধ্যে আমারা প্রত্যেকে গর্বিত নাগরিক হয়ে উঠব। বিশ্বের প্রথম বৃহত্তম ক্লিন রেলওয়ের মালিক হবে দেশ।”
নতুন দিল্লি, ১৬ জুলাই: আগামী সাড়ে তিন বছরে ভারতীয় রেলে (Indian Railways) ১০০ শতাংশ বৈদ্যুতীকরণ (Electrification) হয়ে যাবে। আজ একথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Union Minister Piyush Goyal)। অর্থাৎ ১০০ শতাংশ বিদ্যুতে চলবে ভারতীয় রেল। বৃহস্পতিবার CII-র ভার্চুয়াল সামিটে যোগ দেন রেলমন্ত্রী। সেখানে তিনি বলেন, "আগামী ৯-১০ বছরে ১০০ শতাংশ 'নেট জিরো' অপারেটরে চলে যাবে ভারতীয় রেল। ২০৩০ সালের মধ্যে আমারা প্রত্যেকে গর্বিত নাগরিক হয়ে উঠব। বিশ্বের প্রথম বৃহত্তম ক্লিন রেলওয়ের মালিক হবে দেশ।”
পুনর্নবীকরণযোগ্য জ্বালানী ক্ষেত্রে ভারত যে পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করে রেলমন্ত্রী বলেছেন যে সরকার আন্তর্জাতিক সৌর গ্রিডে রূপান্তরের দিকে কাজ করছে। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী 'ওয়ান সান, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান গ্রিড' প্রচার করেছেন। ভারত আন্তর্জাতিক পুনর্নবীকরণ কাজে নেতৃত্বের ভূমিকা নিচ্ছে। আন্তর্জাতিক সৌর গ্রিডে রূপান্তরকরণ এমন কিছু যাতে আমরা সকলেই কাজ করছি। প্রধানমন্ত্রীর কুসুম যোজনার মাধ্যমে আমরা কৃষকদেরও পুনর্নবীকরণ জ্বালানির আওতায় নিয়ে আসছি।” আরও পড়ুন: Modi Inaugurates Solar Project in Rewa: এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে মধ্যপ্রদেশের রেওয়াতে এশিয়ার বৃহত্তম সৌর প্ল্যান্টের উদ্বোধন করেছেন।মোদি জানান, এই সোলার প্ল্যান্ট থেকে মধ্যপ্রদেশের শিল্পগুলি বিদ্যুৎ পাবে। এছাড়াও বিদ্যুৎ পাবে দিল্লি মেট্রো। উদ্বোধনের পর মোদি বলেছেন, "শুধু আজ নয়, একবিংশ শতাব্দীতে অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে সৌরশক্তি। সৌরশক্তি সুনিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত। আজ ইতিহাস তৈরি করল রেওয়া। নর্মদা ও সাদা বাঘের জন্য পরিচিত ছিল রেওয়া। এবার তার সঙ্গে যুক্ত হল এশিয়ার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)