India's Answer To Canada : কানাডায় খালিস্তানপন্থীকে খুনের ঘটনায় জড়ালো ভারতের নাম, অভিযোগ খারিজ ভারত সরকারের
খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জারকে খুনের ঘটনায় ভারত সরকারকে দায়ী করে কানাডার পার্লামেন্টে বিবৃতি দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই বিবৃতিকে খারিজ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে
কানাডার(Canada) মাটিতে হরদীপ সিং নিজ্জার (Hardeep Singh Nijjar) নামের এক খালিস্তানিপন্থীকে গুলি করে মারার ঘটনায় ভারতকে দায়ী করেন কানাডার প্রধানমন্ত্রী এবং এর জেরে ভারতের এক কূটনীতিবিদকে বরখাস্ত করা হয়। সেই ঘটনার পরপ্রেক্ষিতে এবার নিজেদের অবস্থান জানাল ভারত সরকার।
ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের অভিযোগ খন্ডন করা হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জবাবে জানানো হয়েছে নিজ্জার খুনের সঙ্গে ভারতের নাম জড়ানোর ঘটনা বাজে এবং উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি এবং তা খারিজও করেছি।এবং বিদেশ মন্ত্রকের দেওয়া বিবৃতিও খারিজ করা হয়েছে। কানাডায় ভারত সরকারের কোন রকম হিংসার ঘটনায় জড়িত থাকার ঘটনার বিষয়টি বাজে এবং উদ্দেশ্যপ্রণোদিত।"
কানাডার প্রধানমন্ত্রীর দ্বারা যে অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে তাও খারিজ করা হয়েছে।আমরা গনতান্ত্রিক রাষ্ট্র যাদের আইনের ওপর দায়বদ্ধতা রয়েছে। এই ধরনের অভিযোগ শুধুমাত্র খালিস্তানী (Khalisthani) সন্ত্রাসবাদী এবং এবং চরমপন্থীদের দিক থেকে নজর ঘোরানোর জন্য করা হয়েছে, যাদেরকে কানাডাতে আশ্রয় দেওয়া হয়েছে ভারতের ঐক্য এবং অখন্ডতাকে ক্ষতিগ্রস্থ করার জন্য।এই বিষয়ের জন্য কানাডার সরকারের ব্যবস্থা না নেওয়ার বিষয়টি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কানাডার রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে এদের ওপর সমবেদনা জানানোর বিষয়টি একটি গভীর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ যা কানাডার মাটিতে ঘটছে যেমন, খুন, মানব পাচার এবং সংগঠিত অপরাধ। এগুলি কানাডায় নতুন নয়। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে ভারত সরকারকে যুক্ত করার সমস্ত অভিযোগ খন্ডন করা হচ্ছে। এবং আমরা কানাডার সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তাদের মাটি ব্যবহার করে যারা ভারত বিরোধী যড়যন্ত্রে লিপ্ত রয়েছে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় সরকার।"।