Indian Army: পূর্ব লাদাখে সাঁজোয়া ট্যাংকার, অতিরিক্ত উচ্চতায় সেনা তৎপরতা ভারতের

প্রায় বছর খানেক পরে পূর্ব লাদাখে ট্যাংকার মোতায়েনের কাজ তৎপরতার সঙ্গে শুরু করল ভারতীয় সেনা৷ ট্যাংকারকে ভারও ভালভাবে কাজে লাগতে ১৪ হাজার ফুট থেকে শুরু করে ১৭ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় (High Altitude Areas of Eastern Ladakh) তাদের বসানো হয়েছে৷

ভারতীয় সেনার ট্যাংকার (Photo Credits: ANI)

নায়োমা, ৯ আগস্ট: প্রায় বছর খানেক পরে পূর্ব লাদাখে ট্যাংকার মোতায়েনের কাজ তৎপরতার সঙ্গে শুরু করল ভারতীয় সেনা৷ ট্যাংকারকে ভারও ভালভাবে কাজে লাগতে ১৪ হাজার ফুট থেকে শুরু করে ১৭ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় (High Altitude Areas of Eastern Ladakh) তাদের বসানো হয়েছে৷ গত বছর গ্রীষ্মে চিনের আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব লাদাখে অপারেশন লেপার্ড শুরু করে ভারতীয় সেনা৷ চিনের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করতে একে একে সমতলভূমি ও মরভূমি থেকে ট্যাংকারগুলিকে এই উচ্চতায় নিয়ে আসা শুরু হয়েছে৷ তালিকায় টি-৯০ ভীষ্ম ও টি-৭২ অজয় রয়েছে৷

এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে এক সেনাকর্তা জানিয়েছেন, “আমরা প্রায় এক বছর ধরে পূর্বা লাদাকের এই উচ্চতায় অবস্থান করছি৷ যেখানে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে৷ এই তাপমাত্রায় ট্যাংক কীবাবে চালনা করা যায় তারজন্য় নিয়মভিধিও তৈরি করে ফেলেছি৷” এছাড়াও প্যাংগং লেক, গোগরা হাইটসের মতো জায়গায় দুই তরফই সেনা টহলদারি বাড়িয়েছে৷ এই উচ্চতায় কোনওরকম হামলা প্রতিহত করতে ভারতীয় সেনার তরফে আইসিভি ও ট্যাংকারের সংখ্যা বাড়ানো হয়েছে৷ চিন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরত্বে এই উচ্চতায় মাঝে মাঝেই ট্যাংকার নিয়ে চলছে যুদ্ধের অনুশীলন৷ এই উচ্চতায় সেনা তৎপরতা জারি রাখতে তৈরি হয়েছে বিরাট পরিকাঠামো৷ মারাত্মক ঠাণ্ডায় যার মধ্যে থেকেই যুদ্ধ পরিচালনার কাজ চলবে৷ আরও পড়ুন-West Bengal Monsoon: সক্রিয় মৌসুমি অক্ষরেখা, বজ্রপাতের আশঙ্কার মধ্যেই দিনভর বৃষ্টিতে ভিজবে রাজ্য

অতিরিক্ত ঠাণ্ডায় ট্যাংকারগুলিকে ভাল রাখার বন্দোবস্ত করা হয়েছে৷ যদি সেই বন্দোবস্ত ঠিকমতো কাজ করে তবে তাহেল দীর্ঘদিন যাবৎ ট্যাংকারগুলিকে ব্যবহার করা যাবে৷ গত বছর মে মাসে ইন্দো-চিন সীমান্তের গলওয়ান ভ্যালিতে আচমকাই হামলা চালিয়েছিল চিনের লালফৌজ৷ তারপর থেকেই পূর্ব লাদাখের সীমান্তে সেনা ও সমরাস্ত্র বাড়িয়ে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক৷