Jammu & Kashmir: ভূস্বর্গে অনুপ্রবেশের সময় খতম ২ জঙ্গি, খোঁজ মিলল দুটি গোপন আস্তানারও

শনিবার ভূস্বর্গে বড় সাফল্য পেলেন ভারতীয় নিরাপত্তা সংস্থার জওয়ানরা। কুপওয়ারা পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুলিশের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে মাচাল সেক্টরের কুমকাডি এলাকায় দুজন অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা ও পুলিশ।

Photo Credits: ANI

শ্রীনগর: শনিবার ভূস্বর্গে (Jammu & Kashmir) বড় সাফল্য পেলেন ভারতীয় নিরাপত্তা সংস্থার জওয়ানরা। কুপওয়ারা পুলিশ (Kupwara Police) সূত্রে জানানো হয়েছে, পুলিশের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে মাচাল সেক্টরের (Machal sector) কুমকাডি এলাকায় (Kumkadi area) দুজন অনুপ্রবেশকারী জঙ্গিকে (infiltrating terrorists) খতম করেছে ভারতীয় সেনা (India Army) ও পুলিশ (Kupwara Police)।

অন্যদিকে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশ ( J&K Police ) এবং ভারতীয় সেনাবাহিনীর ৪২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস (Army's 42 RR) গুলশানপোরা তালের (Gulshanpora Tral) নাগবাল ফরেস্টের (Nagbal Forest) জঙ্গল এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় তারা জঙ্গিদের দুটি গোপন আস্তানার (terror hideouts) সন্ধান পায়। আরও পড়ুন: Boarding school : জার্মান রাষ্ট্রপতি ভবনের ছবি দিয়ে বোর্ডিং স্কুলের বিজ্ঞাপন, ছবি সহ টুইট জার্মান রাষ্ট্রদূতের