Coronavirus Cases In India: দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ, আশা জাগিয়ে কমল অ্যাক্টিভ রোগীর সংখ্যা

ফের কমল সংক্রমণ৷ দেশে সোমবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩১ হাজার ২২২ জন৷ করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৪২ হাজার ৯৪২ জন৷

Covid-19 Cases In India (Photo: File)

নতুন দিল্লি, ৭ সেপ্টেম্বর: ফের কমল সংক্রমণ৷ দেশে সোমবার সারাদিনে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩১ হাজার ২২২ জন৷ করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৪২ হাজার ৯৪২ জন৷ গত ২৪ ঘণ্টায় কমল মৃতের সংখ্যাও৷ দেশে করোনার বলি ২৯০৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন৷ করোনাকে জয় করেছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ৯৩৭ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৯২ হাজার ৮৬৪ জন৷ করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪১ হাজার ৪২ জন৷ টিকা পেয়েছেন ৬৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৭৭৬ জন৷ আরও পড়ুন-Haiti Earthquake Update: হাইতির ভূমিকম্পে মৃত ২ হাজার ২৪৮ জন, নিখোঁজ ৩২৯

Coronavirus Cases In India

এদিকে করোনার প্রকোপ কাটতে না কাটতেই এবার থাবা বসাল নিপা ভাইরাস (Nipah Virus)। দক্ষিণী রাজ্য কেরলে (Kerala) করোনার (Corona) প্রকোপও যেমন বেশি, তেমনি এখানে নতুন করে থাবা বসাতে শুরু করেছে নিপা। ফলে সতর্ক থাকতে হবে। কোথায় কত জন আক্রান্ত হচ্ছেন, সে বিষয়ে তালিকা তৈরি করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব ভি পি জয় জানান, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে নিপা ভাইরাসের প্রকোপ কমাতে হবে। রাজ্যে সরকারের তরফে সমস্ত ধরনের পদক্ষেপ করা হচ্ছে এ বিষয়ে।