Coronavirus Cases In India: ৩০০-র নিচে দৈনিক মৃত্যু, ৩০ হাজারের উপরে নতুন করোনা রোগী

পুজো আসছে, পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ৷ রবিবার দিনভর দেশে মারণ রোগের কবলে পড়লেন (Coronavirus Cases In India) ৩০ হাজার ২৫৬ জন৷ একই দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪৩ হাজার ৯৩৮ জন৷

Coronavirus (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর: পুজো আসছে, পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ৷ রবিবার দিনভর দেশে মারণ রোগের কবলে পড়লেন (Coronavirus Cases In India) ৩০ হাজার ২৫৬ জন৷ একই দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪৩ হাজার ৯৩৮ জন৷ গত ২৪ ঘণ্টায় কমল মৃতের সংখ্যা৷ একদিনে দেশে করোনার বলি ২৯৫ জন৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী সবমিলিয়ে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪১৯ জন৷ আরও পড়ুন-West Bengal Monsoon: টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দিনভর বর্ষণমুখর দক্ষিণবঙ্গ

ভারতে দৈনিক করোনা পরিসংখ্যান

এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৩ কোটি ১৮ লাখ ১ হাজার ৮১ জন৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৭ লাখ ১৫ হাজার ১০৫ জন৷ মৃত্যুমিছিলে সামিল ৪ লাখ ৪৫ হাজার ১৩৩ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৮০ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ১৪৪ জন৷ শুধুমাত্র গতকাল রবিবার টিকাকরণের আওতায় এসেছেন ৩৭ লাখ ৭৮ হাজার ২৯৬ জন৷ কর্ণাটক, কেরালা ও মহারাষ্ট্রে তৃতীয় ঢেউয়ের প্রকোপ শুরু হয়ে গেছে৷ গণপতি পুজোর কারণে বেড়েছে সংক্রমণ৷ সামনেই উৎসবের মরশুম, দুর্গাপুজো, নবরাত্রী, লক্ষ্মীপুজো, কালীপুজো, ধনতেরাস, ভাইফোঁটা একের পর এক উৎসবে যদি মানুষ সচেতন না হয়, তাহলে তৃতীয় ঢেউ বিরাটাকারে আছড়ে পড়তে চলেছে দেশে৷