Coronavirus Cases In India: ২৪৮ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগী, দেশে কোণঠাসা করোনা

নতুন প্রজাতি যতোই মাথাব্যথার কারণ হোক না কেন, দেশে দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী। রবিবার সারাদিনে ভারতে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ১২ হাজার ৫১৪ জন।

Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ নভেম্বর:  নতুন প্রজাতি যতোই মাথাব্যথার কারণ হোক না কেন, দেশে দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী। রবিবার সারাদিনে ভারতে নতুন করে মারণ রোগের কবলে পড়লেন ১২ হাজার ৫১৪ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১২ হাজার ৭১৮ জন। আশা জাগিয়ে কমেছে দৈনিক মৃত্যু। রবিবার দেশে করোনার বলি ২৫১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ  ৮৫ হাজার ৮১৪ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৫৮ হাজার  ৮১৭ টি। গত ২৪৮ দিনে আজই সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা। আরও পড়ুন- Sabyasachi Mukherjee Removes Mangalsutra Ad: বিজেপির মন্ত্রীর হুমকি, বিতর্কিত মঙ্গলসূত্রের বিজ্ঞাপন মুছলেন সব্যসাচী

করোনার দৈনিক পরিসংখ্যান

এদিকে এখনও পর্যন্ত করোনাকে জয় করতে পেরেছেন। ৩ কোটি ৩৬ লাখ  ৬৮ হাজার ৫৬০ জন। দেশে সবমিলিয়ে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫৮ হাজর ৪৩৭ জন। এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন, ১০৬ কোটি ৩১ লাখ ২৪ হাজার ২০৫ জন। দুর্গাপুজোর ভিড় করোনাভীতি ফের বাড়িয়ে দিলেও সেভাবে বিপর্যয়ের ছবি দেখা যাচ্ছে না। যা নিঃ সন্দেহে আশার খবর। তার মানে টিকা কাজে দিয়েছে। জনসাধারণের শরীরে করোনাকে রুখে দেওযার জন্য পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে।