COVID-19 Tracker Worldometers: দেশে কোভিড রোগী ৭ লক্ষ ছুঁই ছুঁই, বিশ্বে করোনা আক্রান্ত দেশের তালিকায় রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয় ভারত

৫ তারিখে সারাদিনে ভারতে করোনায় আক্রান্ত (COVID-19 Tracker) হয়েছেন ২১ হাজার। এক ধাক্কায় এতজন করোনা রোগীর সঙ্গে সঙ্গেই রাশিয়াকে সংখ্যার নিরিখে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬ লক্ষ ৯৫ হাজারেরও বেশি। দেশে মারণ রোগের বলি প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। অন্যদিকে রাশিয়ায় মোট করোনা আক্রান্ত ৬ লক্ষ ৮১ হাজার ২৫১। মৃতের সংখ্যা ১০ হাজার। সবমিলিয়ে বিশ্বের করোনা আক্রান্তের তালিকায় ভারত এখন তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট বলছে, এই মুহূর্তে সংক্রামিত ২ লক্ষ ৫২ হাজার ৭০৩ জন। এতদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২৩ হাজার রোগী।

করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৬ জুলাই: ৫ তারিখে সারাদিনে ভারতে করোনায় আক্রান্ত (COVID-19 Tracker) হয়েছেন ২১ হাজার। এক ধাক্কায় এতজন করোনা রোগীর সঙ্গে সঙ্গেই রাশিয়াকে সংখ্যার নিরিখে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬ লক্ষ ৯৫ হাজারেরও বেশি। দেশে মারণ রোগের বলি প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। অন্যদিকে রাশিয়ায় মোট করোনা আক্রান্ত ৬ লক্ষ ৮১ হাজার ২৫১। মৃতের সংখ্যা ১০ হাজার। সবমিলিয়ে বিশ্বের করোনা আক্রান্তের তালিকায় ভারত এখন তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট বলছে, এই মুহূর্তে সংক্রামিত ২ লক্ষ ৫২ হাজার ৭০৩ জন। এতদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২৩ হাজার রোগী।

জানা গিয়েছে, করোনা যুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৮ হাজার ৯৪৪ জন রোগী। প্রতি লক্ষে মৃতের তালিকায় ভারত বিশ্বের মধ্যে ১৪ নম্বরে রয়েছে। একই সঙ্গে দেশে করোনায় সুস্থতার হার ৬০ শতাংশ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে মোট করোনা আক্রান্ত ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫ জন। মৃতের সংখ্যা ১৯ হাজার ৬২৮। গত ২৪ ঘণ্টায় ৬১৩ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন ২ লক্ষ ৪৪ হাজার ৮১৪ জন। মহামারী করোনায় দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৪। মৃতের সংখ্যা ৮ হাজার ৬৭১ জন। আরও পড়ুন-Coronavirus Cases in West Bengal: রাজ্যে রেকর্ড ভেঙে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ৯০০ জন, মৃত ২১

বিশ্বের মধ্যে সবথেকে করোনা বিপর্যস্ত দেশটি হল আমেরিকা। সেখানে মোট করোনা আক্রান্ত ২০ লক্ষ ২৯ হাজার মানুষ। এখনও পর্যন্ত কোভিডের বলি ১ লক্ষ ৩২ হাজার ৩৯৩ জন। এর পরেই রয়েছে ব্রাজিল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ৬৫ হাজার ছুঁই ছুঁই। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে।