Buddha Purnima 2020: গৌতম বুদ্ধের শিক্ষাতেই মহামারীর মধ্যে বিভিন্ন দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে বললেন প্রধানমন্ত্রী

মহমারী করোনার থাবা, এরমধ্যেই বৃহস্পতিবার ভার্চুয়ালি বুদ্ধপূর্ণিমা উদযাপনে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিপর্যয়ের মধ্যে অন্যান্য দেশের দিকে ভারত যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা গৌতম বুদ্ধের (Gautam Buddha) অনুপ্রেরণাতেই। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোভিড-১৯ যোদ্ধাদের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মানবতার স্বার্থে যারা সবসময় এগিয়ে, তারাই বুদ্ধের প্রকৃত শিষ্য। এই করোনা বিপর্যয়ের মধ্য়েই বুদ্ধের শিক্ষাকে স্মরণে রেখে ভারত বিশ্ব উন্নয়নে সাহায্য করে যাবে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে লকডাউন সম্পর্কিত বিধিনিষেধ মেনে ভারত করোনা বিপর্যয়ের মধ্যেও অন্যান্য দেশের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা অব্যাহত থাকবে।”

নরেন্দ্র মোদি (photo Credits: ANI)

নতুন দিল্লি, ৭ মে: মহমারী করোনার থাবা, এরমধ্যেই বৃহস্পতিবার ভার্চুয়ালি বুদ্ধপূর্ণিমা উদযাপনে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিপর্যয়ের মধ্যে অন্যান্য দেশের দিকে ভারত যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা গৌতম বুদ্ধের (Gautam Buddha) অনুপ্রেরণাতেই। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোভিড-১৯ যোদ্ধাদের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “মানবতার স্বার্থে যারা সবসময় এগিয়ে, তারাই বুদ্ধের প্রকৃত শিষ্য। এই করোনা বিপর্যয়ের মধ্য়েই বুদ্ধের শিক্ষাকে স্মরণে রেখে ভারত বিশ্ব উন্নয়নে সাহায্য করে যাবে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে লকডাউন সম্পর্কিত বিধিনিষেধ মেনে ভারত করোনা বিপর্যয়ের মধ্যেও অন্যান্য দেশের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “অধ্যাবসায় ও সদিচ্ছার সঙ্গে আমরা অনবরত অন্যের সেবা করে যাব। যা মহামারী কাটিয়ে উঠতে আমাদের সহযোগিতা করবে। কোনওরকম বৈষম্য ছাড়াই সব দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এই মহামারী মধ্যেই আমাদের চারপাশের অনেক মানুষ অন্যদের সহযোগিতায় ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন। নিজেদের আরাম ত্যাগ করে কেউ আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। কেউ আক্রান্তদের সুস্থ করছেন। কেউ চারদিক পরিচ্ছন্ন রাখছেন। এঁরা প্রত্যেকেই প্রশংসা ও সম্মানের দাবিদার।” আরও পড়ুন-Coronavirus Cases: গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬১ জনের শরীরে কোভিডের জীবাণু, দেশে মোট আক্রান্ত ৫২,৯৫২ জন; মৃত্যু মিছিল ১৮০০ ছুঁই ছুঁই

প্রধানমন্ত্রী বলেন, “এই দুঃসময়ে যাঁরা কাজ করছেন তাঁদের ধন্যবাদ জানাই। আমি আপনাদের স্যালুট জানাই, এবং আশকরব আপনারা নিজেরাই নিজেদের নিরাপদে রাখবেন। আশা করব আপনাদের পরিজনরা নিরাপদে আছেন। আর আপনারা মানবতার সেবা করে যাবেন, আশা করব।” গৌতম বুদ্ধে জন্মদিন, বোধি লাভ ও প্রয়াণ এই একই দিনে হওয়ায় বুদ্ধপূর্ণিমার উদযাপনও ভিন্ন প্রকৃতির।