Man Shoots Woman In Face: বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোয় নৃত্যশিল্পীর মুখে গুলি, ভাইরাল ভিডিও
বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোর কারণে নৃত্যশিল্পীর (dancer) মুখে চালিয়ে দেওয়া হল গুলি। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চিত্রকূটে (Chitrakoot)। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তারপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ভাইরাল হওয়া এক মিনিটের ক্লিপটিতে ওই নৃত্যশিল্পীকে নাচতে দেখা যাচ্ছে। তাঁর এক সঙ্গিনীও নাচছেন পাশেই। কিছুক্ষণ নাচার পর দাঁড়িয়ে পড়েন দু’জন। তখন পিছন থেকে এক মত্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, "গোলি চল যায়েগি (গুলি চলে যাবে)"। তখন অপর একজন বলেন, "সুধীর ভাইয়া আপ গোলি চালা হি দো (সুধীর দাদা আপনি গুলি চালিয়ে দিন)"। এর পরই পিছন থেকে ওই নর্তকীর মুখে গুলি চালানো হয়। মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। ঘটনায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত সবাই।
লখনউ, ৬ ডিসেম্বর: বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোর কারণে নৃত্যশিল্পীর (dancer) মুখে চালিয়ে দেওয়া হল গুলি। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চিত্রকূটে (Chitrakoot)। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তারপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ভাইরাল হওয়া এক মিনিটের ক্লিপটিতে ওই নৃত্যশিল্পীকে নাচতে দেখা যাচ্ছে। তাঁর এক সঙ্গিনীও নাচছেন পাশেই। কিছুক্ষণ নাচার পর দাঁড়িয়ে পড়েন দু’জন। তখন পিছন থেকে এক মত্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, "গোলি চল যায়েগি (গুলি চলে যাবে)"। তখন অপর একজন বলেন, "সুধীর ভাইয়া আপ গোলি চালা হি দো (সুধীর দাদা আপনি গুলি চালিয়ে দিন)"। এর পরই পিছন থেকে ওই নর্তকীর মুখে গুলি চালানো হয়। মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। ঘটনায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত সবাই।
জানা গেছে. একটি ড্যান্স গ্রুপের সদস্য ওই যুবতি। ২২ বছরের ওই যুবতির নাম হিনা (Hina)। তিনি কানপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা যাচ্ছে, ১ ডিসেম্বর টিকরা গ্রামের প্রধান সুধীর সিং প্যাটেলের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন বরের দুই মামা, মিথিলেশ এবং অখিলেশ। আহত হয়েছিল। প্রধানের পরিবারের এক সদস্য নর্তকীকে গুলি করেছে বলে জানা গেছে। রবিবার বরের আরেক মামা রাম প্রতাপ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেন। আরও পড়ুন: Hyderabad Vet Rep And Murdar Case Encounter: হায়দরাবাদে এনকাউন্টারের নেপথ্যে আইপিএস ভিসি সাজ্জানার, ফের একবার স্মৃতি থেকে বাস্তবে ওয়ারঙ্গলের ঘটনা
স্থানীয় পুলিশ অফিসার অঙ্কিত মিত্তাল (Ankit Mittal) বলেন, "আমরা অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছি। আমরা তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি।" হিনার সঙ্গে সেই সময় নাচ করা নয়না বলেন, "আমরা যখন নাচছিলাম তখন গান হঠাৎ বন্ধ হয়ে যায়। লোকটি তখন আমাদের দিকে গুলি করে। হিনা আমার পাশে দাঁড়িয়ে ছিল। ওর চোয়ালে গুলি লাগে। সে গুরুতর জখম হয়।"
২০১৬ সালে পঞ্জাবের বাথিন্ডায় প্রায় একই রকমের একটি ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে নাচ করার সময় এক গর্ভবতী নৃত্যশিল্পীপ পেটে গুলি করা হয়। কুলভিন্দর কৌর নামে বছর পঁচিশের ওই যুবতি ঘটনাস্থানেই মারা যান। গত বছর দিল্লির একটি বারে গানের অনুরোধ নিয়ে ডিজে-র সঙ্গে ঝামেলার জেরে এক যুবককে গুলি করে খুন করা হয়েছিল।