IPL Auction 2025 Live

N Chandrababu Naidu: প্রধানমন্ত্রীর হাজিরায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ চন্দ্রবাবুর, টিডিপি প্রধানকে জড়িয়ে ধরে শুভেচ্ছা মোদীর

১২ জুন বিজয়ওয়াড়ায় ১১.২৭ মিনিটে শুরু হয় টিডিপি প্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান। মোদী, শাহদের পাশাপাশি বিজয়ওয়াড়ায় দেখা যায় জনসেনা পার্টির প্রধান তথা অভিনেতা পবন কল্যাণকেও।

Narendra Modi, Chandrababu Naidu (Photo Credit: ANI/Twitter)

বিজয়ওয়াড়া, ১২ জুন: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu )। এই নিয়ে চতুর্থবারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন টিডিপি প্রধান নায়ডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে আজ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চন্দ্রবাবু নায়ডু। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি নায়ডুর শপথগ্রহণ অনুষ্ঠান হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, বান্দি সঞ্জয় কুমার-সহ এনডি জোটের আরও নেতা।

১২ জুন বিজয়ওয়াড়ায় ১১.২৭ মিনিটে শুরু হয় টিডিপি প্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান। মোদী, শাহদের পাশাপাশি বিজয়ওয়াড়ায় দেখা যায় জনসেনা পার্টির প্রধান তথা অভিনেতা পবন কল্যাণকেও। সবকিছু মিলিয়ে কেন্দ্রে তৃতীয়বার মোদী সরকার কুর্সি দখলের পর এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানও ছিল বেশ জমকালো।

আরও পড়ুন: PM Modi: মুছে ফেলুন 'মোদী কা পরিবার', তৃতীয়বার সরকার গড়তেই 'নিজের পরিবার'কে কেন এমন বার্তা প্রধানমন্ত্রীর

জানা যাচ্ছে, জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। পাশাপাশি নায়ডুর মন্ত্রিসভায় জনসেনার ৩ নেতার জায়গা হতে চলেছে। বিজেপিরও এক নেতা নায়ডুর মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বলে খবর।