Fact Check: মে-মাসে সত্যিই কী ১৩ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাঙ্ক?

আপাতত ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা স্থির রয়েছে। কেন্দ্রের তরফ থেকে এখনও লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এরমধ্যেই মে মাসে ১৩ দিনের জন্য ছুটি থাকবে ব্যাঙ্ক! এই খবর নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। বেশ কিছু সংবাদমাধ্যমেও এই খবরটি গুরুত্ব সহকারে করা হয়েছে। দাবি করা হয়েছে, জাতীয় ছুটি-র জন্য বন্ধ রাখা হবে ব্যাঙ্ক। কিন্তু আদৌ কী এই দাবিটি সত্যিই? একটু খতিয়ে দেখা যাক।

13 Bank Holidays in May 2020? Fake News | (Photo Credits: PTI/File)

নয়াদিল্লি, ২৯ এপ্রিল: আপাতত ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা স্থির রয়েছে। কেন্দ্রের তরফ থেকে এখনও লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এরমধ্যেই মে মাসে ১৩ দিনের জন্য ছুটি থাকবে ব্যাঙ্ক! এই খবর নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে। বেশ কিছু সংবাদমাধ্যমেও এই খবরটি গুরুত্ব সহকারে করা হয়েছে। দাবি করা হয়েছে, জাতীয় ছুটি-র জন্য বন্ধ রাখা হবে ব্যাঙ্ক। কিন্তু আদৌ কী এই দাবিটি সত্যিই? একটু খতিয়ে দেখা যাক।

দাবি: মে মাস জুড়ে পাবলিক হলিডে-র ছড়াছড়ি। বুদ্ধ পূর্ণিমা (৭ মে), রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তি (৮ মে), শব-ই-কদর (২১ মে), জামাত-উল-ওয়াদা (২২ মে), ইদ উল-ফিতর (২৫ মে)। এসবের পাশাপাশি সেকেন্ড স্যাটার্ডে এবং রবিবার তো রয়েছেই। এছাড়া রয়েছে মে দিবসও। সবমিলিয়ে ১৩ দিন লম্বা ছুটিরই হিসেব দেওয়া হচ্ছিল।

ফ্যাক্ট-চেক: ভিত্তিহীন রিপোর্টের উপর ভিত্তি করেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ছুটির ক্যালেন্ডার টুইট করে। সেখানেই স্পষ্ট, মে-মাসে সমসংখ্যক ছুটি মিলছে না ব্যাঙ্ক কর্মীদের।

পিএনবি-র ক্যালেন্ডার

১৩ দিনের ব্যাঙ্ক হলিডে-র খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন