Rahul Gandhi: মানহানির মামলায় স্বস্তি, বেঙ্গালুরু আদালতে জামিন পেলেন রাহুল গান্ধী

শুক্রবার সকালে দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন রাহুল গান্ধী। দিল্লি বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন কংগ্রেস সাংসদ। ফলে সেই থেকেই শুরু হয় বিষয়টি নিয়ে জোর জল্পনা।

Rahul Gandhi (Photo Credit; ANI/Twitter)

বেঙ্গালুরু, ৭ জুন: মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বেঙ্গালুরু (Bengaluru) আদালতের তরফে রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করা হয়। কর্ণাটকের বিজেপি ইউনিটের তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে সম্প্রতি মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই জামিন পান রাহুল গান্ধী। শুক্রবার সকালে দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন রাহুল গান্ধী। দিল্লি বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন কংগ্রেস সাংসদ। ফলে সেই থেকেই শুরু হয় বিষয়টি নিয়ে জোর জল্পনা।

দেখুন ট্য়ুইট...

 

কর্ণাটকে বাসবরাজ বোম্মাইয়ের সরকার থাকাকালীন, বিজেপি সরকার যে কোনও কাজের জন্য কমিশন নিত বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের ওই মন্তব্যের পরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। কর্ণাটকের বিজেপি  নেতা কেশব প্রসাদ রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে যান এবং গান্ধী-পুত্রের বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ।