Cyclone Mandous: তামিলনাড়ু, অন্ধ্রে দাপট দেখিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস, জানাল আবহাওয়া দফতর

শনিবার ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে তামিলনাড়ুতে প্রায় ৩০০ বাড়িঘর ভেঙে পড়েছে। তেমনি একের পর এক গাছও উপড়ে পড়তে শুরু করেছে। ফলে তামিলনাড়ুর বহু এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।

Cyclone (Photo Credit: ANI/Twitter)

চেন্নাই, ১১ ডিসেম্বর:  শনিবার আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় (Cyclone) মান্দাস (Mandous)। দক্ষিণের দুই রাজ্য যখন ঘূর্ণিঝড়ের জেরে বিপর্যস্ত, সেই সময় খানিকটা স্বস্তির কথা শোনাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার থেকে ক্রমশ দুর্বল হতে শুরু করেছে মান্দাস। তামিলনাড়ুর (Tamil Nadu) উত্তর উপকূল-সহ একাধিক এলাকায় রবিবার সকাল থেকেই মান্দাসের প্রভাব একটু একটু করে কমতে শুরু করেছে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। মান্দাসের প্রভাব যেমন তামিলনাড়ুতে পড়তে শুরু করেছে, তেমনি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)  তিরুপতি (Tirupati) জেলাও বিপর্যস্ত। মান্দাসের প্রভাবে তিরুপতিতে ২৫৮ মিলিমিটার বৃষ্টি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। যা গত কয়েকদিনের সর্বোচ্চ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:  Cyclone Mandous: ঘূর্ণিঝড় মান্দাসের দাপটে বিপর্যস্ত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মৃত্যু ৫ জনের

শনিবার ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে তামিলনাড়ুতে প্রায় ৩০০ বাড়িঘর ভেঙে পড়েছে। তেমনি একের পর এক গাছও উপড়ে পড়তে শুরু করেছে। ফলে তামিলনাড়ুর বহু এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। তামিলনাড়ুর পাশাপাশি অন্ধপ্রদেশের রায়লসীমা, প্রকাশম জেলার পরিস্থিতিও ক্রমশ খারাপ হতে শুরু করেছে।