New RT-PCR Kit Detected Omicron In 90 Minute: ওমিক্রনের সন্ধান মিলবে ৯০ মিনিটে, নয়া আরটি পিসিআর কিট তৈরি করল দিল্লি আইআইটি

করোনার নয়া প্রজাতি ওমিক্রন শরীরে বাসা বেঁধেছে কি না, তা আরটি পিসিআর টেস্টের ৯০ মিনিটের মধ্যেই জানা যাবে। এমনই কিট তৈরি হল দিল্লি আইআইটি-র কুসুমা স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সে।

Coronavirus (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর: করোনার নয়া প্রজাতি ওমিক্রন শরীরে বাসা বেঁধেছে কি না, তা আরটি পিসিআর টেস্টের ৯০ মিনিটের মধ্যেই জানা যাবে। এমনই কিট তৈরি হল দিল্লি আইআইটি-র কুসুমা স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সে। বর্তমানে ওমিক্রনকে চিহ্নিত করতে বিশ্বজুড়ে সিকোয়েন্সিং বেসড পদ্ধতিকে কাজে লাগানো হচ্ছে। এই টেস্টের ফলাফল জানতে অন্তত তিনদিন অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু আরটি পিসিআর টেস্টের মাধ্যমে ওমিক্রন আক্রান্তের সন্ধান জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র ৯০ মিনিট। অর্থাৎ দেড়ঘণ্টা। ওমিক্রন আক্রান্তদের চিহ্নিত করতে দ্রুত এই প্রক্রিয়া নেওয়া হতে পারে। এজন্য ইতিমধ্যেই আইআইটি দিল্লির তরফে ভারতীয় পেটেন্ট আবেদন পত্র পূর্ণ করে জমা দেওয়া হয়েছে। আরও পড়ুন-Jammu And Kashmir: ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর, পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় নিহত ২, আহত ১৭

কই সঙ্গে এই কিট তৈরির জন্য যোগ্য শিল্প সহায়ক সংস্থার সঙ্গে বার্তালাপও চলছে। এর আগে আইআইটি দিল্লিই প্রথম আরটি পিসিআর কিট তৈরি করেছিল যাকে স্বীকৃতি দেয় আইসিএমআর। সেই কিট বাজারে চালুর পর খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পায়।