Yogi Adityaneth On Anti CAA Protest: ‘কেউ মরার জন্য এলে তাকে তো বাঁচানো যায় না’ সিএএ বিরোধী বিক্ষোভে বিতর্কিত মন্তব্য যোগী আদিত্যনাথের

সিএএ বিরোধী আন্দোলন, বিক্ষোভ নিয়ে মুখ খুলে ফের বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityaneth)। গত ডিসেম্বর সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছিল উত্তরপ্রদেশ। বিভইন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে। ২২ জন বিক্ষোভকারী প্রাণ হারান। এই ঘটনায় নাকি কনোও পুলিশই গুলি চালাননি যারা হিংসা ছড়িয়েছে এটা তাদের কাজ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় তিনি বলেন, যদি কেউ মরতে চায়, তাকে বাঁচানো সম্ভব নয়। এদিকে যদিও তা উত্তরপ্রদেশের পুলিশের বয়ানের সঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কোনও মিল নেই। বিজনোরে পুলিশের গুলিতেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিয়েছে পুলিশ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Photo Credits: PTI/File)

লখনউ, ১৯ ফেব্রুয়ারি: সিএএ বিরোধী আন্দোলন, বিক্ষোভ নিয়ে মুখ খুলে ফের বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityaneth)। গত ডিসেম্বর সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছিল উত্তরপ্রদেশ। বিভইন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে। ২২ জন বিক্ষোভকারী প্রাণ হারান। এই ঘটনায় নাকি কনোও পুলিশই গুলি চালাননি যারা হিংসা ছড়িয়েছে এটা তাদের কাজ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় তিনি বলেন, যদি কেউ মরতে চায়, তাকে বাঁচানো সম্ভব নয়। এদিকে যদিও তা উত্তরপ্রদেশের পুলিশের বয়ানের সঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কোনও মিল নেই। বিজনোরে পুলিশের গুলিতেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিয়েছে পুলিশ।

এদিন আদিত্যনাথ আরও বলেন, 'আমি সব সময়েই গণতান্ত্রিক আন্দোলন সমর্থন করি। কিন্তু আইন-শৃঙ্খলা হাতে তুলে নিলে তার ফল ভাল হবে না। যারা যে ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই বোঝাব। আমাদের ভেবে দেখতে হবে যে আমরা জিন্নার দেখানো পথে চলব নাকি গান্ধীর দেখানো পথে।' আরও পড়ুন-Prime Minister Narendra Modi: দিল্লির হুনার হাট পরিদর্শনে এসে চা কিনে খেলেন প্রধানমন্ত্রী, মোদিকে দেখতে উপচে পড়ল ভিড়

উত্তরপ্রদেশে সিএএ বিরোধী আন্দোলন হিংসার চেহারা নিলে উত্তপ্ত হয়ে ওঠে লখনউ, কানপুর, প্রয়াগরাজের বিস্তীর্ণ এলাকা। এক ঘণ্টার নাতিদীর্ঘ বক্তৃতায় যোগী আদিত্যনাথ বলেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করলেও হিংসাকে প্রশ্রয় দেন না। যারা হিংসা ছড়ায় তাদের শায়েস্তা করতে তেমনই আয়োজন করা হবে। হিংসা যারা ছড়িয়েছিল তারাই গুলি চালিয়ে রক্তাক্ত করেছে রাজপথ। হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ৮৮৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৫৬১ জনকে বেকসুর খালাস করা হয়।