Mamata Banerjee: নজরে উত্তরপ্রদেশের নির্বাচন? অখিলেশকে 'সাহায্যের' বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগে থেকেই মোদীর সঙ্গে তাঁর বৈঠক নিয়ে পারদ চড়তে শুরু করে। দিল্লি সফরের দ্বিতী দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
দিল্লি, ২৪ নভেম্বর: ত্রিপুরা (Tripura) হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পর এমনই জানালেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মোদীর সঙ্গে বৈঠকের পর সমাজবাদী পার্টির সঙ্গে সুম্পর্কের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য অখিলেশ যাদব যদি তাঁদের সাহায্য চান, তাহলে তাঁরা সাহায্যের জন্য প্রস্তুত। অখিলেশকে সাহায্যের জন্য সব সময় তাঁরা তৈরি বলে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগে থেকেই মোদীর সঙ্গে তাঁর বৈঠক নিয়ে পারদ চড়তে শুরু করে। দিল্লি সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২০২২ সালে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালের এপ্রিল মাসে যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর এমনই জানান মমতা বন্দ্য়োপাধ্যায়।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করছেন, সেই সময় ত্রিপুরা প্রশাসনের স্পেশাল ডিউটি অফিসারকে সমন পাঠানো হয় কলকাতা পুলিশের তরফে। ২৫ নভেম্বরের মধ্যে ত্রিপুরা প্রশাসনের স্পেশাল ডিউটি অফিসারকে নারকেলডাঙা থানায় হাজির হতে হবে বলে জানানো হয়। যা নিয়ে ফের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে পারদ চড়তে শুরু করেছে।