IAF Chopper Makes Precautionary Landing: উত্তরপ্রদেশের সাহারানপুরে জরুরি অবতরণ বায়ুসেনার ধ্রুব হেলিকপ্টারের, দেখুন ভিডিয়ো

উত্তরপ্রদেশের সাহারানপুরের (Saharanpur) একটি মাঠে জরুরি অবতরণ করল ভারতীয় বায়ুসেনার (IAF) একটি হেলিকপ্টার। টেকনিক্যাল কারণেই এএলএইচ ধ্রুব হেলিকপ্টারটি (ALH Dhruv helicopter) অবতরণ করে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণের জন্য এএলএইচ ধ্রুব হেলিকপ্টারটি উড়েছিল। সাহারানপুরের গ্রামীণ এলাকায় সেটি সতর্কতামূলক অবতরণ করেছে।

জরুরি অবতরণ বায়ুসেনার ধ্রুব হেলিকপ্টারের (Photo Credits: Video screenshot)

সাহারানপুর, ৮ অক্টোবর: উত্তরপ্রদেশের সাহারানপুরের (Saharanpur) একটি মাঠে জরুরি অবতরণ করল ভারতীয় বায়ুসেনার (IAF) একটি হেলিকপ্টার। টেকনিক্যাল কারণেই এএলএইচ ধ্রুব হেলিকপ্টারটি (ALH Dhruv helicopter) অবতরণ করে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণের জন্য এএলএইচ ধ্রুব হেলিকপ্টারটি উড়েছিল। সাহারানপুরের গ্রামীণ এলাকায় সেটি সতর্কতামূলক অবতরণ করেছে।

যদিও ঠিক কী কারণে হেলিকপ্টারটি অবতরণ করেছে তা জানা যায়নি। ঘটনায় কেউ আহত হয়েছেল কি না তাও জানা যায়নি। জুন মাসেও ভারতীয় বিমান বাহিনীর একটি চিতা হেলিকপ্টার হরিয়ানার জাতীয় সড়কে জরুরি অবতরণ করে। নিরাপদে অবতরণ করায় বেঁচে যান কপ্টারে থাকা চারজন যাত্রী। যান্ত্রিক ক্রুটির কারণে এমনটি ঘটে।আরও পড়ুন: Earthquake in Ladakh: ভূমিকম্প লাদাখে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২

চিতা হেলিকপ্টারটি চারজন নিয়ে হরিয়ানার সোনপাতের নতুন কেএমপি মহাসড়কে ধীর গতিতে অবতরণ করতে সক্ষম হয়। ল্যান্ডিংয়ের পাশে থাকা একজন ব্যক্তি হেলিকপ্টারটিকে নামাতে সহায়তা করেন।



@endif