Thajiwas Glacier: থাজিওয়াস হিমবাহে আটকে পড়া দুই পর্বতারোহীকে উদ্ধার করল বায়ুসেনার হেলিকপ্টার, মানবিকতার ভিডিয়ো
সীমান্তে দেশরক্ষার কাজে নিয়োজিত ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রয়োজন পড়লে দেশের অভ্যন্তরেও সাধারণ মানুষকে যে কোনও বিপদ থেকে উদ্ধারের জন্য সবসময় ঝাঁপিয়ে পড়েন। রবিবার সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে দেখা গেল।
শ্রীনগর: সীমান্তে দেশরক্ষার কাজে নিয়োজিত ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রয়োজন পড়লে দেশের অভ্যন্তরেও সাধারণ মানুষকে যে কোনও বিপদ থেকে উদ্ধারের জন্য সবসময় ঝাঁপিয়ে পড়েন। রবিবার সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে দেখা গেল। দুজন সাধারণ পর্বতারোহী (civilian mountaineers) ফয়জল ওয়ানি ও জিশান মুস্তাক জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) থাজিওয়াস হিমবাহে (Thajiwas Glacier) আটকে পড়েছিল। খবরটি পাওয়ার পরেই ভারতীয় বায়ুসেনার এএলএইচ এমকে থ্রি হেলিকপ্টার (IAF ALH Mk III helicopter) ও বায়ুসেনার সদস্যদের তৎপরতায় তাঁদের সেখান থেকে উদ্ধার করা (rescued) হল।
দেখুন ভিডিয়ো:
এপ্রসঙ্গে শ্রীনগর থেকে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক (PRO (Defence) Srinagar) জানান, ওই দুই পর্বতারোহী ফয়জল ওয়ানি ও জিশান মুস্তাক দুর্গম থাজিওয়াস হিমবাহে আটকে পড়েছিলেন। টহলদারি দলের সদস্যরা তাঁদের দেখতে পাওয়ার পর বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু, ওই হিমবাহে হেলিকপ্টার অবতরণের জায়গা (landing field) না থাকায় সমস্যা হচ্ছিল। পরে লো হোভার অপারেশনের (low hover operation) সাহায্যে উদ্ধারকারী দলের সদস্যরা পায়ে হেঁটে গিয়ে তাঁদের উদ্ধার করে হেলিকপ্টারের সাহায্যে নিরাপদ স্থানে নিয়ে যান। পুরো উদ্ধার কাজ সম্পূর্ণ হতে সময় লেগেছে মাত্র এক ঘণ্টা। শ্রীনগরে অবস্থিত এয়ারফোর্স স্টেশন (Air Force Station Srinagar) এই উদ্ধার কাজের দায়িত্বে ছিল। ওই দুই পর্বতারোহীর মধ্যে একজনের শরীরের অনেক অংশ ভেঙে গেছে। এছাড়া হাইপোথার্মিয়া (hypothermia) ও অন্যান্য আঘাত রয়েছে। আরও পড়ুন: Rahul Gandhi Attack BRS: তেলাঙ্গানার জনসভা থেকে ভারত রাষ্ট্রীয় সমিতিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, দেখুন জনজোয়ারের ভিডিয়ো
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)