Arun Jaitley First Death Anniversary: ‘আমি আমার বন্ধুকে খুব মিস করি’, অরুণ জেটলির প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী

বর্ষীয়ান রাজনীতিক অরণ জেটলির (Arun Jaitley) প্রথম মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে লিখলেন, বন্ধুকে ভীষণভাবে মিস করেন তিনি। “অরণ জেটলি অত্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে দেশের জন্য কাজ করেছেন। তাঁর বুদ্দিবৃত্তি, আইনি জ্ঞানের পরিসর ও উষ্ণ ব্যক্তিত্ব কিংবদন্তী ছিল।” এহেন টুইট বার্তার সঙ্গে গত বছর অরুণ জেটলির মৃত্যুর শোকপ্রস্তাবে কী বলেছিলেন তার ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালেই অরুণ জেটলির প্রথম মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অরুণ জেটলি ও নরেন্দ্র মোদি (Photo Credit: PTI/File)

নতুন দিল্লি, ২৪ আগস্ট: বর্ষীয়ান রাজনীতিক অরণ জেটলির (Arun Jaitley) প্রথম মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে লিখলেন, বন্ধুকে ভীষণভাবে মিস করেন তিনি। “অরণ জেটলি অত্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে দেশের জন্য কাজ করেছেন। তাঁর বুদ্দিবৃত্তি, আইনি জ্ঞানের পরিসর ও উষ্ণ ব্যক্তিত্ব কিংবদন্তী ছিল।” এহেন টুইট বার্তার সঙ্গে গত বছর অরুণ জেটলির মৃত্যুর শোকপ্রস্তাবে কী বলেছিলেন তার ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালেই অরুণ জেটলির প্রথম মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যে বিরাট উত্তরাধিকারকে পিছনে ফেলে সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন, তাও মনে করিয়ে দেন অমিত শাহ। আরও পড়ুন-Coronavirus Cases In India: সংক্রমণের ঊর্ধ্বগতি, করোনা আক্রান্তের সংখ্যায় ৩১ লাখের কোটা ছাড়ালো ভারত

অরুণ জেটলিকে সম্রণ করে নরেন্দ্র মোদির টুইট

১৯৫২ সালের ২৮ ডিসেম্বর অরুণ জেটলির জন্ম হয়। মাত্র ৬৬ বছর বয়সে ২০১৯-এ ২৪ আগস্ট তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। বিজেপি নেতা হিসেবে ২০১৪-২০১৯ কেন্দ্রের প্রথম মোদি সরকারের জমানায় অর্থমন্ত্রক ও কর্পোরেট অ্যাফেয়ার্সের দায়িত্ব সামলেছেন অরুণ জেটলি। আজ তাঁর প্রথম পুণ্য তিথিতে অন্যান্য রাজনৈতিক নেতা ও মন্ত্রীরাও দেশের উন্নতিতে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীর অবদানকে স্মরণ করলেন।