Eknath Shinde Condemn Rahul Gandhi's Savarkar Remark: উদ্ধবের পর রাহুলের সাভারকর মন্তব্যের নিন্দা মহা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের

রাহুলের ওই সাভারকর মন্তব্যের পর থেকেই গেরুয়া শিবির তোপ দাগতে শুরু করে। সাভারকরকে নিয়ে রাহুল গান্ধী যে মন্তব্যে করেন, তার প্রবল বিরোধিতা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Rahul Gandhi, Eknath Shinde (Photo Credit: ANI)

মুম্বই, ২৭ মার্চ: সাভারকর (Veer Savarkar) ইস্যুতে এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi)  বিরুদ্ধে চটলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সাভারকরকে নিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্যের নিন্দা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বাধীনতার লড়াইের জন্য সাভারকরের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই ধরনের মহান নেতাদের জন্যই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। সেই কারণে 'সাভারকর গৌরব যাত্রা' মহারাষ্ট্রে শুরু করা হবে বলে জানান একনাথ শিন্ডে। সম্প্রতি মোদী পদবী বিতর্কে যখন উত্তাল গোটা দেশ, সেই সময় তিনি সাভারকর নন। তিনি গান্ধী। তাই কারও কাছে ক্ষমা চাইবেন না বলে জানা  রাহুল গান্ধী।

আরও পড়ুন: Rahul Gandhi: রাহুলের হাভার্ডের পড়াশোনা নিয়ে কটাক্ষ বিজেপির, 'করুণা হয়' বলল কংগ্রেস

রাহুলের ওই সাভারকর মন্তব্যের পর থেকেই গেরুয়া শিবির তোপ দাগতে শুরু করে। সাভারকরকে নিয়ে রাহুল গান্ধী যে মন্তব্যে করেন, তার প্রবল বিরোধিতা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সাভারকরকে নিয়ে এই ধরনের মন্তব্য রাহুল গান্ধী করলে, বিরোধী ঐক্যে ফাটল ধরবে বলেও সতর্ক করেন উদ্ধব। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পর এবার সাভারকর ইস্যুতে রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন একনাথ শিন্ডে।