Third Wave Of COVID-19: ৪ জুলাইতে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ, কী বললেন হায়দরাবাদের বিজ্ঞানী?
দেশে গত ৪ জুলাই থেকে শুরু হয়ে গেছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave of COVID-19)৷ এই তথ্য দিয়েছেন ইউনিভার্সিটি অফ হায়দরাবাদের প্রো-ভাইস চ্যান্সেলর ডাক্তার বিপিন শ্রীবাস্তব৷ তিনি দীর্ঘদিন ধরে ভারতের কোভিড-১৯ প্যাটার্ন নিয়ে গবেষণা করে চলেছেন৷ এনিয়ে একটটি মেথডও তৈরি করে ফেলেছেন৷
হায়দরাবাদ, ১৩ জুলাই: দেশে গত ৪ জুলাই থেকে শুরু হয়ে গেছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave of COVID-19)৷ এই তথ্য দিয়েছেন ইউনিভার্সিটি অফ হায়দরাবাদের প্রো-ভাইস চ্যান্সেলর ডাক্তার বিপিন শ্রীবাস্তব৷ তিনি দীর্ঘদিন ধরে ভারতের কোভিড-১৯ প্যাটার্ন নিয়ে গবেষণা করে চলেছেন৷ এনিয়ে একটটি মেথডও তৈরি করে ফেলেছেন৷ যার সাহায্যে গত ৪৬৩ দিনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা পর্যবেক্ষণ করে চলেছে৷ এই প্যাটার্নেই ধরা পড়েছে যে গত ৪ জুলাইয়ের সঙ্গে গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের করোনা চিত্র মিলে যাচ্ছে৷ বলা বাহুল্যষ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই করোনার দ্বিতীয় ঢেউয়ের আভাস মিলেছিল৷ তাঁর গবেষণা বলছে, যদি প্রতিদিনের হিসেব মাফিক করোনায় দৈনিক মৃত্যুর পরিসংখ্যান ওঠানামা করে তাহলে অশনি সংকেত৷ কারণ এখন তেমনটাই ঘটছে৷
আচমকা করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গিয়ে ঠিক তার পরের দিন বেশ বেড়ে যাচ্ছে৷ মৃ্ত্যুর হার এমনভাবে কমে যাওয়ার ছবিটি প্রকট হয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে৷ তখন এমনও দিন গেছে যে ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১০০ বা তার নিচেও থেকেছে৷ এই খবরে আমরা অত্যন্ত আনন্দে ছিলাম৷ এবার বোধহয় করোনা বিদায় নেবে৷ কিন্তু সেই আনন্দ ভয়াবহ বেদনায় বদলে যেতে সময় নেয়নি৷ একই প্যাটার্ন ফিরেছে ৪ জুলাই থেকে৷ গত রবিবার সারাদিনে ৭২৪ জনের মৃত্যু হয়েছে৷ দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা প্রত্যক্ষ করেছে গোটা দেশ৷ তাই এমন অশনি সংকেত পাওয়ার পর সরকার ও দেশবাসীর অত্যন্ত সতর্ক হওয়া উচিত৷ এবং তৃতীয় ঢেউকে রুখতে সমস্ত রকম সুরক্ষা বলয়ের বন্দোবস্ত কতে হবে অতি দ্রুততার সঙ্গে৷ আরও পড়ুন-West Bengal Weather Update: রথের মরশুমে আদ্রতায় ঘায়েল দক্ষিণবঙ্গবাসী, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে করোনায় মৃতের মধ্যে ৭০ শতাংশের ক্ষেত্রে কোমর্বিডিটিই মূল কারণ৷ এখন একটাই প্রার্থনা যাতে এই পর্যবেক্ষণ ভুল প্রমাণিত হয়৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)