Gyanvapi Mosque Contro: জ্ঞানব্যাপী মসজিদে পাওয়া 'শিবলিঙ্গে' পুজোর অনুমতি দেওয়া হোক, সুপ্রিম কোর্টে জমা পড়ল নতুন আবেদন

বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ (Gyanvapi Mosque) বিতর্কে এবার নতুন আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court)। মসজিদ কমপ্লেক্সে পাওয়া 'শিবলিঙ্গে' (Shivling) ধর্মীয় আচার অনুষ্ঠানের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হোক। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন পিটিশন দাখিল করেছে হিন্দু ভক্তরা। হিন্দুরা এর আগে দাবি করেছিল যে মে মাসে আদালতের নির্দেশে হওয়া সমীক্ষার সময় জ্ঞানব্যাপী মসজিদের ওজুখানায় একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। যদিও মুসলিম পক্ষ এই দাবি খারিজ করে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রী কৃষ্ণ জন্মভূমির সভাপতি রাজেশ মণি ত্রিপাঠী (Rajesh Mani Tripathi) সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন। শ্রাবণ মাসে ওই শিবলিঙ্গে পুজো করার অনুমতি দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে।

Gyanvapi Mosque (Photo Credit: Latestly)

নতুন দিল্লি, ১৫ জুলাই: বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ (Gyanvapi Mosque) বিতর্কে এবার নতুন আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court)। মসজিদ কমপ্লেক্সে পাওয়া 'শিবলিঙ্গে' (Shivling) ধর্মীয় আচার অনুষ্ঠানের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হোক। এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন পিটিশন দাখিল করেছে হিন্দু ভক্তরা। হিন্দুরা এর আগে দাবি করেছিল যে মে মাসে আদালতের নির্দেশে হওয়া সমীক্ষার সময় জ্ঞানব্যাপী মসজিদের ওজুখানায় একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। যদিও মুসলিম পক্ষ এই দাবি খারিজ করে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রী কৃষ্ণ জন্মভূমির সভাপতি রাজেশ মণি ত্রিপাঠী (Rajesh Mani Tripathi) সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন। শ্রাবণ মাসে ওই শিবলিঙ্গে পুজো করার অনুমতি দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, "যদিও এই বিষয়টি আইনের আদালতে বিচারাধীন রয়েছে, যতদূর পর্যন্ত বিভিন্ন রেকর্ড রয়েছে, তাতে এটি প্রকাশ করে যে জ্ঞানব্যাপী মসজিদটি বারাণসীতে শিব মন্দির ধ্বংস করার পরে নির্মিত হয়েছিল। তাই যদি ওখানে শিবলিঙ্গ থাকে, তাহলে একজন উপাসক হওয়ার কারণে আবেদনকারীর উপাসনার অধিকারও টিকে আছে।" অযোধ্যা রাম মন্দির মামলার রায় উদ্ধৃত করা হয়েছে আবেদনে। আরও পড়ুন: Supreme Court on Rape: স্বেচ্ছায় করা সম্পর্ক ব্যর্থ হলেই ধর্ষণের মামলা করতে পারে না কোনও মহিলা: সুপ্রিম কোর্ট

অযোধ্যা মামলার রায়ে বলা হয়েছিল যে "একবার একজন দেবতা, সর্বদাই একজন দেবতা এবং একটি মন্দির, শুধুমাত্র ভেঙে ফেলা হলেও তার চরিত্র, পবিত্রতা বা মর্যাদা হারাবে না।"