Himachal Pradesh Floods: প্রবল বন্যায় কুলু-মানালির মাঝে NH3 জাতীয় সড়কের ব্যাপক ক্ষতি, ২২ জনের মৃত্যু-নিখোঁজের সংখ্যা বাড়ছে

অসম, মহারাষ্ট্র, কর্নাটক, কেরলের মত হিমাচলপ্রদেশেও ভয়াবহ বন্যা। ছবির চেয়েও সুন্দর রাজ্য হিমাচলপ্রদেশে ব্যাপক বৃষ্টির জেরে বন্যা, আর তার ফলে আসছে বড় ক্ষতি, মৃত্যুর খবর। কুলু ও মানালির মাঝে তিন নম্বর জাতীয় সড়কের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গিয়েছে।

ব্যাপক বন্যা হিমাচলপ্রদেশে। (Photo credits: ANI)

সিমলা, অগাস্ট ১৯: Himachal Pradesh Floods: অসম, মহারাষ্ট্র, কর্নাটক, কেরলের মত হিমাচলপ্রদেশেও ভয়াবহ বন্যা। ছবির চেয়েও সুন্দর রাজ্য হিমাচলপ্রদেশে ব্যাপক বৃষ্টির জেরে বন্যা, আর তার ফলে আসছে বড় ক্ষতি, মৃত্যুর খবর। কুলু ও মানালির মাঝে তিন নম্বর জাতীয় সড়কের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ব্যাপক বৃষ্টি ও বন্যায় রাজ্যে ২২জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন জায়গা থেকে বন্যাজনমিত কারণে মানুষের জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কুলুতে এক বিদেশী সহ ২২ জন পর্যটক গত দু দিন ধরে আটকে পড়েছিলেন। তাদের কাছে খাবার, জল কিছুই ছিল না। গতকাল, রবিবার তাঁদের উদ্ধার করা হয়। আরও পড়ুন-Article 370: সমঝোতা-থর এক্সপ্রেস ফের চালু করতে ভারতের অনুরোধ ফেরাল পাকিস্তান

বিভিন্ন জায়গায় ধসের ফলে, বহু পর্যটক আটকে রয়েছেন। কালকা থেকে সিমলার ট্রেন পরিষেবা একেবারে ব্যাহত। চণ্ডিগড়-মানালি হাইওয়েতেও যান চলাচল স্বাভাবিক নয়। এর মধ্যে কুলুতে বন্যায় দু জনের মৃত্যুর খবর এসেছে।

বৃষ্টি, বন্যার কারণে সিমলা, সোলান, কুলু, বিলাসপুর জেলার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে সিমলা থেকে কালকা ট্রেন চলাচলের কথা থাকলেও নতুন করে বৃষ্টি শুরুর কারণে তা অনিশ্চিত। সিমলার কাছে রোহরু থেকে ৬০জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।