Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। শপথের মঞ্চ হয়ে উঠল বিরোধী ঐক্যের নিদর্শন। হেমন্তের সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা আলমগীর আলম (Alamgir Alam) এবং রামেশ্বর ওরাঁও (Rameshwar Oraon) এবং আরজেডি বিধায়ক সত্যানন্দ ভোকতা (Satyanand Bhokta )। রাঁচির মোরাবাদী মাঠে সুবিশাল মঞ্চে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু (Governor Droupadi Murmu)। বিজেপি বিরোধী কয়েকটি দলের নেতা-নেত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিপিআই-র সাধারণ সম্পাদক ডি রাজা এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চার নেতা বাবুলাল মারান্ডিসহ অন্যরা। হেমন্ত সোরেনের শপথে হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবার দাস।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন (Photo Credits: ANI)

রাঁচি, ২৯ ডিসেম্বর: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। শপথের মঞ্চ হয়ে উঠল বিরোধী ঐক্যের নিদর্শন। হেমন্তের সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা আলমগীর আলম (Alamgir Alam) এবং রামেশ্বর ওরাঁও (Rameshwar Oraon) এবং আরজেডি বিধায়ক সত্যানন্দ ভোকতা (Satyanand Bhokta )। রাঁচির মোরাবাদী মাঠে সুবিশাল মঞ্চে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু (Governor Droupadi Murmu)। বিজেপি বিরোধী কয়েকটি দলের নেতা-নেত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিপিআই-র সাধারণ সম্পাদক ডি রাজা এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চার নেতা বাবুলাল মারান্ডিসহ অন্যরা। হেমন্ত সোরেনের শপথে হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবার দাস।

শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সভাপতি শরদ পাওয়ার এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, তাঁরা আসেননি। আরও পড়ুন: Mann Ki Baat: 'দেশের যুবসমাজের ওপর অগাধ আস্থা আছে'... সিএএ উত্তাল পরিস্থিতি সামাল দিতে কি ঘুরিয়ে মন কি বাত জানালেন নরেন্দ্র মোদি?

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৪৭ আসন পেয়ে ক্ষমতায় এসেছে জেএমএম-কংগ্রেস জোট। অন্য দিকে বিজেপি ২০১৪ সালে ৩৭ আসন পেয়েছিল। এ বার তাদের আসন কমে হয়েছে ২৫। এর আগে ২০১৩-২০১৪ সালের মধ্যে ১৩ মাস মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন। এবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের আগেই তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা