IPL Auction 2025 Live

HC On Teenage Love: 'কিশোর প্রেম' নিয়ন্ত্রণ করতে পারে না আদালত, কী জানাল দিল্লি হাইকোর্ট

কিশোর বয়সের প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে যে অনুভূতি কাজ করে, তার সঙ্গে সিনেমা বা উপন্যাসে কথিত সম্পর্কের মিল পাওয়া যায় অনেক সময়। সেই সময় কিশোর প্রেমের ক্ষেত্রে কোনও মামলা যদি আদালতের হাতে আসে,তাহলে তা অত্যন্ত যত্ন সহকারে বিচার করে সেই মামলার জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে দিল্লি হাইকোর্টের বিচারক মন্তব্য করেন।

Delhi High Court (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১০ মে: কিশোর বয়সের ভালবাসা বা প্রেম আদালত নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে কিশোর বয়সের প্রেম বা পকসো মামলার কোনও রায়ের ক্ষেত্রে তাই প্রত্যেক বিচারকের সতর্ক থাকা উচিত। কিশোর বয়সের কোনও প্রেমের ক্ষেত্রে রায় দিতে হলে বিচারকদের সতর্ক থাকা উচিত। ফলে কিশোর প্রেমের কোনও মামলার ক্ষেত্রে বিচারকরা যখন জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যান করবেন, তখন তাঁদের অতি সতর্ক থাকা উচিত বলে পর্যেবেক্ষণ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট।  বিচারক স্বর্ণকান্ত শর্মা কিশোর প্রেম নিয়ে মত প্রকাশ করতে গিয়ে এমনই পর্যবেক্ষণ প্রকাশ করেন।

কিশোর বয়সের প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে যে অনুভূতি কাজ করে, তার সঙ্গে সিনেমা বা উপন্যাসে কথিত সম্পর্কের মিল পাওয়া যায় অনেক সময়। সেই সময় কিশোর প্রেমের ক্ষেত্রে কোনও  মামলা যদি আদালতের হাতে আসে,তাহলে তা অত্যন্ত যত্ন সহকারে বিচার করে সেই মামলার জামিন মঞ্জুর  বা প্রত্যাখ্যানের  সিদ্ধান্ত নেওয়া উচিত বলে দিল্লি হাইকোর্টের বিচারক মন্তব্য করেন।

কিশোর প্রেমের ক্ষেত্রে আদালতের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে, তা অনেক সময় কিশোর, কিশোরীদের মনের উপর প্রভাব ফেলে। ফলে সবকিছু বিচার করে তবেই কিশোর বয়সের যে কোনও মামলার ফলাফল প্রকাশ করা উচিত বলেও দিল্লি হাইকোর্টের বিচারক  মন্তব্য করেন।