Narendra Modi: 'আমার কাছে ২০ কেজি আরডিএক্স আছে', প্রধানমন্ত্রীকে 'খুনের' হুমকি ইমেল এনআইএকে
রিপোর্টে প্রকাশ, প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে এনআইএ-র দফতরে যে ইমেল করা হয়, সেই ব্যক্তি জানান, একাধিক জঙ্গির সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। ওই জঙ্গিরাই তাঁকে আরডিএক্সের মত বিস্ফোরক সরবরাহ করে সাহায্য করে। এবার ভারতের একাধিক জায়গায় তিনি বিস্ফোরণ ঘটাবেন বলেও দেওয়া হয় হুমকি।
দিল্লি, ১ এপ্রিল: ২০ কেজি আরডিএক্স রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) খুনের হুমকি দিয়ে এমনই একটি ইমেল পাঠানো হল এনআইএ-র মুম্বই শাখায়। এনআইএর (NIA) মুম্বই (Mumbai) শাখায় যে হুমকি ইমেল করা হয়েছে, সেই ব্যক্তির কাছে ২০ কেজি আরডিএক্স রয়েছে বলে দাবি করা হয়। প্রধানমন্ত্রীর, পাশাপাশি ওই ২০ কেজি বিস্ফোরক দেশের বহু মানুষের প্রাণ কাড়তে পারে বলেও দেওয়া হয় হুমকি।
রিপোর্টে প্রকাশ, প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে এনআইএ-র দফতরে যে ইমেল করা হয়, সেই ব্যক্তি জানান, একাধিক জঙ্গির সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। ওই জঙ্গিরাই তাঁকে আরডিএক্সের মত বিস্ফোরক সরবরাহ করে সাহায্য করে। এবার ভারতের একাধিক জায়গায় তিনি বিস্ফোরণ ঘটাবেন বলেও দেওয়া হয় হুমকি।
এআইএ-র দফতরে কে ওই হুমকি চিঠি পাঠান, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। ইমেল যে জায়গা থেকে পাটানো হয়েছে, তার আইপি অ্যাড্রেস খোঁজে বের করার চেষ্টা চলছে বলে খবর।