Hathras Stampede: হাথরসে ভোলে বাবার দরবারে ১২১ জনের নির্মম মৃত্যু; গ্রেফতার ৬, মূল অভিযুক্তের খোঁজ দিলেই ১ লক্ষ

ভোলে বাবার বিরুদ্ধে বর্তমানে মানুষের রাগ, ক্ষোভ বাড়ছে সেই সময় কিছু মানুষ নিজেদের বক্তব্য প্রকাশ করছেন। স্বঘোষিত গুরু যদি তাঁদের ভালবাসেন, তাঁদের কথা ভাবেন তাহলে তিনি সামনে আসুন বলে দাবি অনেকের। ভোলে বাবার অন্য ভক্ত, স্বঘোষিত গুরুর পোস্টার ছিঁড়ে ক্রমাগত তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।

Hathras Stampede (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৪ জুলাই: হাথরসকাণ্ডে  (Hathras) জোর শোরগোল শুরু হয়েছে। হাথরসে ভোলে বাবার (Bhole Baba) সৎসঙ্গে যেভাবে ১২১ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়, তার জেরে জোর তদন্ত শুরু হয়েছে। ঘটনার ২ দিন পর হাথরসকাণ্ডে পরপর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এমনই জানায় উত্তরপ্রদেশ পুলিশ। ৬ জনের গ্রেফতারির পাশাপাশি মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত প্রকাশ মধুকরের খোঁজ দিলে, তাঁকে ১ লক্ষ টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: Hathras Stampede: সৎসঙ্গের বলি ১২১, হাথরসে পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারেন রাহুল গান্ধী

এদিকে ভোলে বাবার বিরুদ্ধে বর্তমানে মানুষের রাগ, ক্ষোভ বাড়ছে সেই সময় কিছু মানুষ নিজেদের বক্তব্য প্রকাশ করছেন। স্বঘোষিত গুরু যদি তাঁদের ভালবাসেন, তাঁদের কথা ভাবেন তাহলে তিনি সামনে আসুন বলে দাবি অনেকের। ভোলে বাবার অন্য ভক্ত, স্বঘোষিত গুরুর পোস্টার ছিঁড়ে ক্রমাগত তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।

বিনোদ নামের ওই ব্যক্তি পরিবার নিয়ে সৎসঙ্গে গেলে, পদপিষ্ট হয়ে তাঁর মা, স্ত্রীর মৃত্যু হয়। এমনকী বিনোদের ছোট্ট সন্তানকেও তিনি হারিয়েছেন। বিনোদের কথায়, সৎসঙ্গে পদপিষ্ট হওয়ার খবর তাঁর কানে আসে সেদিন বিকেলে। তবে তিনি সেখানে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায় বলে বিনোদ জানান।