Hathras Stampede: হাথরসে বলি ১২১, ভোলে বাবাকে ছুঁতে একের পর একজন অন্যের কাধে উঠতে শুরু করেন, বলেন আদিত্যনাথ
জখমদের সঙ্গে দেখা করে আদিত্যনাথ বলেন, যে ১২১ জনের মৃত্যু হয়েছে,তাঁদের মধ্যে ৬ জন ভিন রাজ্যের বাসিন্দা। একজন মধ্যপ্রদেশের গ্বালিয়র, ৪ জন হরিয়ানা এবং ১ জন রাজস্থানের বাসিন্দা বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়া হাথরস, আগ্রা, ইটাওয়ায় ৩১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও আদিত্যনাথ জানান।
দিল্লি, ৩ জুলাই: হাথরসে (Hathras) স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার (Bhole Baba) অনুষ্ঠানে হাজির হয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ১২১ জনের। ভোলে বাবার অনুষ্ঠানে হাজির হয়ে যখন ১২১ জনের জনের প্রাণ যায়, পাশাপাশি আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন,তা নিয়ে গোটা দেশশ জুড়ে শোরগোল ছড়ায়। ভোলে বাবার অনুষ্ঠানে হাজির হয়ে যাঁরা অসুস্থ হয়ে পড়েন, বুধবার তাঁদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও আশ্বাস দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
জখমদের সঙ্গে দেখা করে আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, যে ১২১ জনের মৃত্যু হয়েছে,তাঁদের মধ্যে ৬ জন ভিন রাজ্যের বাসিন্দা। একজন মধ্যপ্রদেশের গ্বালিয়র, ৪ জন হরিয়ানা এবং ১ জন রাজস্থানের বাসিন্দা বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়া হাথরস, আগ্রা, ইটাওয়ায় ৩১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও আদিত্যনাথ জানান।
মুখ্যমন্ত্রী জানান, হাথরসের সৎসঙ্গে যখন ভোলে বাবার অনুষ্ঠান শেষ হয়, সেই সময় তিনি মঞ্চের নীচে নামতে শুরু করেন। ওই সময় কিছু মহিলা তাঁকে স্পর্শের জন্য এগিয়ে যান। তাঁদের পিছু নিয়ে আরও কিছু মানুষ এগোন। এরপরই একে অন্যের কাধে চেপে স্বঘোষিত ধর্মগুরুর কাছে পৌঁছনোর চেষ্টা করেন। তার জেরেই এই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে তাঁকে প্রত্যক্ষদর্শীরা জানান। বুধবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনই জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।