Woman Arrested For Sheltering Amritpal Singh: খালিস্তানপন্থী নেতা অমৃতপালকে আশ্রয়, কুরুক্ষেত্র থেকে গ্রেফতার মহিলা
প্রশাসনের অনুমান, পাঞ্জাব থেকে সম্ভবত পালিয়েছেন অমৃতপাল সিং। ওয়ারিস পাঞ্জাব দে-র প্রধান পাঞ্জাব থেকে চম্পট দেওয়ার পর তাঁর আশ্রয়দাতা বলজিৎ কউর নামে ওই মহিলাকে সাহাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ।
দিল্লি, ২৩ মার্চ: অমৃতপাল সিংকে (Amritpal Singh) আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল হরিয়ানার এক মহিলাকে। অভিযোগ, বলজিৎ কউর নামে ওই মহিলা কুরুক্ষেত্র জেলায় নিজের বাড়িতে অমৃতপাল সিংকে আশ্রয় দেন। ওয়ারিস পাঞ্জাব দে প্রধান অমৃতপাল সিংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠকে পাপলপ্রীত সিং নামে আরও এক ব্যক্তিকে বলজিৎ কউর আশ্রয় দেন বলে অভিযোগ। খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে তন্নতন্ন করে খুঁজছে পুলিশ। পাঞ্জাব থেকে অমৃতপাল সিং কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান, সে বিষয়ে চলছে জোর চর্চা। অমৃতপাল সিংকে গ্রেফতার এখনও পর্যন্ত করা না গেলও, তাঁর ঘনিষ্ঠ দেহরক্ষী তেজিন্দর সিং তথা গোরখা বাবাকে পাকড়াও করে পুলিশ।
আরও পড়ুন: Amritpal Singh: অমৃতপাল সিংকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ, গ্রেফতার খালিস্তানপন্থী নেতার ঘনিষ্ঠ
প্রশাসনের অনুমান, পাঞ্জাব থেকে সম্ভবত পালিয়েছেন অমৃতপাল সিং। ওয়ারিস পাঞ্জাব দে-র প্রধান পাঞ্জাব থেকে চম্পট দেওয়ার পর তাঁর আশ্রয়দাতা বলজিৎ কউর নামে ওই মহিলাকে সাহাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ।
গত রবিবার অমৃতপাল সিং এবং তাঁর ঘনিষ্ঠ পাপলপ্রীত সিংকে কুরুক্ষেত্রের বাড়িতে আশ্রয় দেন বলজিৎ কউর। যা নিয়ে পুলিশ তল্লাশি শুরুর পর সাহাবাদ থেকে বলজিৎকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর বলজিৎ কউর নামে ওই মহিলাকে পাঞ্জাল পুলিশের হাতে হরিয়ানা পুলিশ তুলে দেয় বলে খবর।