Haryana Killing: হরিয়ানায় মুসলিম যুবক খুনে অভিযুক্তদের ৩ জন পুলিশের 'ইনফর্মার', চাঞ্চল্যকর তথ্য
নাসির এবং জুনেদ নামে ওই দুই মুসলিম যুবকের খুনের পর যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানেই উল্লেখ করা হয় এই তথ্য। ঘটনার পরপর হরিয়ানা পুলিশের তরফে যে এফআইআর দায়ের করা হয়, সেখানে উল্লেখ করা হয় তাদের 'ইনফরমারের' কথা।
দিল্লি, ২১ ফেব্রুয়ারি: রাজস্থান থেকে অপহরণ করে হরিয়ানায় এনে যে দুই মুসলিম যুবককে খুন করা হয়েছে, ৫ অভিযুক্তের মধ্যে ৩ জন পুলিশের খবর সংগ্রহকারীর কাজ করে। অভিযুক্তদের মধ্যে রিঙ্কু সাইনি, লোকেশ সিংলা এলং শ্রীকান্ত হরিয়ানা পুলিশের খবর সংগ্রহের কাজ করে বলে খবর। নাসির এবং জুনেদ নামে ওই দুই মুসলিম যুবকের খুনের পর যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানেই উল্লেখ করা হয় এই তথ্য। ঘটনার পরপর হরিয়ানা পুলিশের তরফে যে এফআইআর দায়ের করা হয়, সেখানে উল্লেখ করা হয় তাদের 'ইনফরমারের' কথা।
আরও পড়ুন: Haryana: হরিয়ানায় ২ যুবকের দগ্ধ দেহ উদ্ধার, 'সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলা', তোপ ওবেইসির
হরিয়ানার ভিওয়ানি জেলায় একটি পোড়া এসইউভি গাড়ি থেকে উদ্ধার করা হয় জুনেদ এবং নাসিরের দেহ। যা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। রাজস্থানের ভরতপুর থেকে ওই দুই যুবককে অপহরণ করে হরিয়ানায় এনে জ্ব্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।