মেক ইন ইন্ডিয়ার সুফল! আর্জেন্টিনার বায়ু সেনার থেকে হেলিকপ্টারের যন্ত্রাংশ সরবরাহ ও ইঞ্জিন মেরামতের বরাত পেল HAL
আর্জেন্টিনার বায়ু সেনার সঙ্গে ২ টনের ক্লাস হেলিকপ্টারের যন্ত্রাংশ সরবরাহ ও ইঞ্জিন মেরামত করে দেওয়ার চুক্তিতে সই করল ভারতীয় বিখ্যাত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড।
নয়াদিল্লি: মেক ইন ইন্ডিয়া (Make In India) প্রকল্পের দৌলতে বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে সামরিক যন্ত্রাংশ সরবরাহ করছে ভারতীয় সংস্থাগুলি। এবার এই ধরনের একটি চুক্তি (contract) হল আর্জেন্টিনার বায়ু সেনার (Argentinian Air Force) সঙ্গে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (Hindustan Aeronautics Limited)।
বুধবার আর্জেন্টিনার বায়ু সেনার সঙ্গে ২ টনের ক্লাস হেলিকপ্টারের (two-tonne class helicopters) যন্ত্রাংশ সরবরাহ (supply of spares) ও ইঞ্জিন মেরামত (engine repair) করে দেওয়ার চুক্তিতে সই করল ভারতীয় বিখ্যাত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড। আর্জেন্টিনার বায়ু সেনার প্রধান (Chief of Argentinian Air Force ) ব্রিগেডিয়ার জেনারেল জেভিয়ার ইসাকের (Brigadier General Xavier Issac) সঙ্গে এই সংক্রান্ত চুক্তি সই করেন হ্যাল-এর প্রধান সিবি অনন্তকৃষ্ণন (HAL chief CB Ananthakrishnan)।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)