H3N2 Virus Hits Uttar Pradesh: কোভিডের মত উপসর্গ, কানপুরে বাড়ছে H3N2 Virus-এর দাপট, হাসপাতালের বাইরে লম্বা লাইন
প্রত্যেক বছর যখন আবহাওয়ার পরিবর্তন হয়, সেই সময় জ্বর, সর্দি, কাশি এবং ইনফ্লুয়েঞ্জাতে অনেকেই আক্রান্ত হন। তবে এবার সংখ্যাটা অনেকটাই বেশি বলে জানানো হয় কানপুরের হ্যালেট হাসপাতালের তরফে।
কানপুর, ৮ মার্চ: এবার আতঙ্ক কানপুরে। উত্তরপ্রদেশের এই শহরে জ্বর নিয়ে ৫০ জনকে ভর্তি করা হয় হ্যলেট হাসপাতালে। যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়, তাঁদের জ্বরের সঙ্গে সর্দি, কাশি এবং শ্বাসের কষ্ট রয়েছে বলে খবর। কানপুরে জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি, তাঁরা H3N2 ভাইরাসে আক্রান্ত। ফলে যেভাবে কানপুরে H3N2 ভাইরাস থাবা বসাচ্ছে, তাতে চিন্তায় স্বাস্থ্য কর্মীরা। কানপুরের একাধিক সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপতালের বাইরেও জ্বরে আক্রান্ত মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।
প্রত্যেক বছর যখন আবহাওয়ার পরিবর্তন হয়, সেই সময় জ্বর, সর্দি, কাশি এবং ইনফ্লুয়েঞ্জাতে অনেকেই আক্রান্ত হন। তবে এবার সংখ্যাটা অনেকটাই বেশি বলে জানানো হয় কানপুরের হ্যালেট হাসপাতালের তরফে। কানপুরের পাশাপাশি তার সংলগ্ন এলাকার মানুষও হ্যালেট হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন বলে খবর।
আরও পড়ুন: Adenovirus: কলকাতার পর বেঙ্গালুরু, অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক কর্ণাটকেও, শ্বাস প্রশ্বাসের কষ্ট ৩৭ জনের
এদিকে পশ্চিমবঙ্গের পর কর্ণাটকেও অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক ছড়াতে শুরু করেছে। কলকাতার পাশাপাশি বেঙ্গালুরুতেও একের পর এক আক্রান্তের খবর মিলছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণের এই শহরেও।