Guru Nanak Dev’s 550th Birth Anniversary Celebrations: গুরু নানকের ৫৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি ঘোষণা করল পাঞ্জাব সরকার

শিখ গুরু গুরু নানকের ৫৫০-তম জন্মজয়ন্তী (550th birth anniversary of Guru Nanak Dev Ji) উপলক্ষে আগামিকাল ৯ নভেম্বর গুরদাসপুর, কাপুরথালা ও অমৃতসর জেলায় ছুটি ঘোষণা করল পাঞ্জাব সরকার (Punjab Government)। ১২ নভেম্বর গুরু নানকের জন্মস্থান পাকিস্তানের নানকানা সাহিবে হবে জন্মজয়ন্তীর অনুষ্ঠান। সব মানুষ সমান, ভেদাভেদ ভুলে সবাইকে মিলিয়ে দেওয়াই ছিল গুরু নানকের ধর্ম প্রচারের মূল কথা। ১৪৬৯-এর ১২ নভেম্বর নানকানা সাহিবে এই পুণ্যবান পুরুষের জন্ম হয়। বর্তামানে সেই নানকানা সাহিব পাকিস্তানের অন্তর্ভুক্ত। সেই সময় ধর্মপ্রচারের লক্ষ্যে সমগ্র ভারত, দক্ষিণ এশিয়া, তিব্বত ও আরবের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেরিয়েছেন গুরু নানক। এ

শিখ তীর্থাত্রীর দল (Photo Credit: Twitter)

চণ্ডীগড়, ৮ নভেম্বর: শিখ গুরু গুরু নানকের ৫৫০-তম জন্মজয়ন্তী (550th birth anniversary of Guru Nanak Dev Ji) উপলক্ষে আগামিকাল ৯ নভেম্বর গুরদাসপুর, কাপুরথালা ও অমৃতসর জেলায় ছুটি ঘোষণা করল পাঞ্জাব সরকার (Punjab Government)। ১২ নভেম্বর গুরু নানকের জন্মস্থান পাকিস্তানের নানকানা সাহিবে হবে জন্মজয়ন্তীর অনুষ্ঠান। সব মানুষ সমান, ভেদাভেদ ভুলে সবাইকে মিলিয়ে দেওয়াই ছিল গুরু নানকের ধর্ম প্রচারের মূল কথা। ১৪৬৯-এর ১২ নভেম্বর নানকানা সাহিবে এই পুণ্যবান পুরুষের জন্ম হয়। বর্তামানে সেই নানকানা সাহিব পাকিস্তানের অন্তর্ভুক্ত। সেই সময় ধর্মপ্রচারের লক্ষ্যে সমগ্র ভারত, দক্ষিণ এশিয়া, তিব্বত ও আরবের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেরিয়েছেন গুরু নানক। এদিকে গুরু নানকের ৫৫০-তম বর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে নানকানা সাহিবের গুরুদ্বার সেজেছে আলোর মালায়।

এদিকে বিএসএফ সূত্রে খবর, নারওয়াল জেলার মুরিদকে, শাকারগড় ও নারওয়ালে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে বেশ কিছু পুরুষ ও মহিলা জঙ্গি। ওইসব জায়গায় ডেরা বেঁধে রয়েছে জঙ্গির দল। এদিকে উৎসবের সুযোগ নিয়ে করিডর টপকে জঙ্গিরা যে ভারতে ঢুকে পড়তে পারে তার সমূহ সম্ভাবনা। তাইতো ওয়াঘা সীমান্তে নজিরবিহীন কড়াকড়ি করা হয়েছে। রবিবার পাকিস্তানে করতারপুর করিডোরের কাজ সম্পূর্ণ হওয়ার ছবি টুইটারে শেয়ার করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। উৎসব উপলক্ষে আলোর মালায় সেজেছে করতারপুর সাহিব। আগামী ৯ নভেম্বর ভারতের দিকে ওই করিডেরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই জঙ্গিদের উপস্থিতিতে করিডোর উদ্বোধনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে কোনও কোনও মহল। যেকোনও রকম জঙ্গি হামলা ঠেকাতে সেকারণেই নজিরবিহীন নিরাপত্তা বসছে ভারতের অংশে। আরও পড়ুন-Ramjanmabhoomi-Babri Masjid Case Verdict: বিতর্কিত অযোধ্যা মামলার রায়কে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়েছে অযোধ্যা, রায়ের আগে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতি

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর পাকিস্তানের সঙ্গে একটি চুক্তিতে সাক্ষর করে ভারত ও পাকিস্তান। ঠিক হয় পাঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক সৌধ থেকে করতারপুরের গুরুদ্বার দরবার সাহিবকে সড়ক পথে জুড়ে দেওয়া হবে। সেই মতোই কাজ শেষ হয়েছে এতদিনে। গুরু নানকের ৫৫০-তম জন্মদিন উপলক্ষে আগামী ৯ নভেম্বরে করতারপুরে যাচ্ছেন ৫৭৫ পুণ্যার্থী। ওই দলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, হরসিমরত কৌর, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রমুখ। পাকিস্তান এই উপলক্ষে ৫০ টাকার নানক স্মারক কয়েন বাজারে এনেছে। ইতিমধ্যেই নাম কীর্তনে যোগ দিতে ১১০০ ভারতীয় সেদেশে পৌঁছেছে।