Gujarat Shocker: ভয়াবহ ঘটনা, ভাইপো বল ধরায় দলিত ব্যক্তির আঙুল কেটে নেওয়ার অভিযোগ

রবিবার বিকেলে এরপর ধীরজের বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন। এরপর ধীরজ এবং তাঁর ভাই কীর্তিকে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। হুমকি দিয়েই শেষ হয়নি। এরপর কীর্তির আ ঙুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ।

Crime Photo, Representational Image (Photo Credit: File Image)

আহমেদাবাদ, ৬ জুন: গুজরাটে (Gujarat) ভয়াবহ ঘটনা। ক্রিকেট খেলার বলে হাত দেওয়ায়  এবার ফের দলিত সম্প্রদায়ের এক ব্যক্তির উপর অত্যাচারের অভিযোগ উঠল। গুজরাটের কাকোসি গ্রামে যে ঘটনা ঘটে, তা শুনে চমকে উঠতে শুরু করছেন প্রত্যেকে। রিপোর্টে প্রকাশ, গুজরাটের কাকোসি গ্রামে রবিবার একটি স্কুলের মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল। ওই সময় দলিত সম্প্রদায়ের এক কিশোর বল ধরায়, তাকে বকাঝকা করতে শুরু করে উচ্চবর্ণের এক ব্যক্তি। যা দেখে ওই কিশোরের কাকা ধীরজ পারমার এগিয়ে আসেন এবং ভাইপোকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ধীরজ ভাইপোকে সরিয়ে নিয়ে গেলেও উচ্চ বর্ণের মানুষের রাগ, ক্ষোভ মেটেনি বলে অভিযোগ।

রবিবার বিকেলে এরপর ধীরজের বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন। এরপর ধীরজ এবং তাঁর ভাই কীর্তিকে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। হুমকি দিয়েই শেষ হয়নি। এরপর কীর্তির আ ঙুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ।

গুরুতর অবস্থায় কীর্তি পারমারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই কীর্তির চিকিৎসা চলছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করেছে অভিযোগ।